Samsung লঞ্চ করলো 5G ল্যাপটপ Galaxy Book Flex 5G

অবশেষে লঞ্চ হল Samsung Galaxy Book Flex 5G ল্যাপটপ। ৫ আগস্ট অনুষ্ঠিত Samsung Galaxy Unpacked ইভেন্টেই ইঙ্গিত মিলিছিলো সংস্থাটি খুব তাড়াতাড়ি একটি 5G ল্যাপটপ বাজারে আনতে পারে। এমনকি স্যামসাং, নতুন ল্যাপটপের ট্রেডমার্ক পেতে আবেদন করেছিল এমনটাও শোনা গিয়েছিল। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্যামসাং, Galaxy Book Flex 5G নামের লেটেস্ট ২ ইন ১ ল্যাপটপ এর ঘোষণা করেছে। যদিও এর দাম বা উপলব্ধতা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নাম শুনেই বুঝতে পারছেন, স্যামসাংয়ের এই নতুন ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্য হল 5G কানেক্টিভিটি। এই ডিভাইসের সাহায্যে ইউজাররা সহজেই লাইভস্ট্রিম করতে, ডকুমেন্ট ডাউনলোড করতে এবং হাই-রেজোলিউশনের ভিডিও শেয়ার করতে পারবেন। সংস্থার দাবি, Galaxy Book Flex 5G ল্যাপটপটি Intel Evo কর্তৃক ভেরিফায়েড এবং এটি জেনারেশন ১১-এর Intel Core i7 প্রসেসরে চলে। পাশাপাশি এতে Intel Iris X গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy Book Flex 5G স্পেসিফিকেশন:

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ৫জি ল্যাপটপটিতে ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি টাচস্ক্রিন প্যানেল আছে, যার স্ক্রিন রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। অন্যদিকে ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত SSD স্টোরেজ অপশন আছে। এছাড়া এই ল্যাপটপটিতে ব্যাকলিট কীবোর্ড দেওয়া হয়েছে এবং এতে স্যামসাংয়ের “S” পেনের ফিচার রয়েছে।

ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে এতে, ৬৯.৭ ওয়াট-আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আবার কানেক্টিভিটির জন্য থাকছে Thunderbolt 4, SB-C, USB 3.0, HDMI, 3.5pi হেডফোন/মাইক, UFS এবং Micro SD স্লট ও সিম স্লট।

এছাড়া এই ল্যাপটপটিতে ১৩-মেগাপিক্সেলের ওয়ার্ল্ড-ফেসিং ক্যামেরা রয়েছে, যার সাহায্যে সহজেই নোট, রেসিপি এবং স্ন্যাপশট নেওয়া যাবে। অন্তর্নির্মিত এস পেনের (S-Pen) সাহায্যে ছবিগুলি অ্যানোনেট করা যাবে। প্রসঙ্গত, স্যামসাংয়ের ল্যাপটপটিতে সংস্থার নিজস্ব “নোট” ফিচার থাকবে, যা স্যামসাংয়ের অন্যান্য গ্যালাক্সি ডিভাইস (যেমন Galaxy Note20, Galaxy Tab S7 এবং S7+)-এর নোটগুলি সিঙ্ক করতে পারে।