Acer Predator: AI প্রযুক্তির দুর্ধর্ষ ল্যাপটপ নিয়ে এল এসার, রয়েছে শক্তিশালী প্রসেসর, অনবদ্য গ্রাফিক্স

এসার ভারতে গতকাল AI Predator Helios সিরিজের নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে। Acer Predator Helios 16 এবং AI Predator Helios Neo চতুর্দশ প্রজন্মের Intel i9 প্রসেসর এবং RXT 4080 জিপিইউ পর্যন্ত একাধিক কনফিগারেশনে উপলব্ধ৷ আসুন নয়া এসার ল্যাপটপগুলি দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Acer Predator Helios 16 and Helios Neo-এর স্পেসিফিকেশন

এসার নতুন Predator Helios 16 এবং Helios Neo ল্যাপটপগুলি উইন্ডোজ 11 হোম সংস্করণে চলে৷ প্রিডেটর হেলিওস 16 এবং টপ-এন্ড হেলিওস নিও ভ্যারিয়েন্টে 16 ইঞ্চির WQXGA (1,600×2,560 পিক্সেল) আইপিএস ডিসপ্লে রয়েছে, যা 500 নিট পিক ব্রাইটনেস এবং 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। বেস Helios Neo ভ্যারিয়েন্টটি 165 হার্টজ রিফ্রেশ রেট ও WUXGA (1920×1200 পিক্সেল) রেজোলিউশন সহ আইপিএস প্যানেল অফার করে। Predator Helios 16-কে 14th Gen Intel Core i9-14900HX প্রসেসরের সাথে কনফিগার করা যাবে, যা Nvidia GeForce RTX 4080 জিপিইউ-এর সাথে যুক্ত। অন্যদিকে, Helios Neo-কে 14th জেনারেশন Intel Core i9-14900HX প্রসেসর পর্যন্ত কনফিগার করা যেতে পারে। এগুলিতে 32 জিবি র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত এসএসসি স্টোরেজ মিলবে। তবে স্টোরেজ 2 টিবি-তেও আপগ্রেড করা যাবে।

Acer Predator Helios 16 এবং Helios Neo 16 WASD MagKey 3.0 সাপোর্ট অফার করে, যা ইউজারদের মেকানিক্যাল বাটনগুলি সোয়াপ করতে দেয়৷ এগুলি একটি এআই-সহায়ক নয়েজ রিডাকশন, এনভিডিয়া ডিএলএসএস 3.5 এবং উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে পিউরিফায়ার ভয়েস 2.0-এর মতো বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক বৈশিষ্ট্যগুলির সাথে ইন্টিগ্রেটেড। এসারের পিউরিফাইড ভিউ ফিচারের সাহায্যে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং অটোমেটিক ফ্রেমিং-এর মতো ফিচারের মাধ্যমে ভিডিও কলগুলিকে উন্নত করা যাবে।

Acer Predator Helios 16 ল্যাপটপে রয়েছে একটি আরজিবি ইনফিনিটি মিরর এবং আরজিবি লাইটনিং এফেক্ট এবং কাস্টমাইজেবল পার-কী আরজিবি ইলুমিনেশন। ল্যাপটপে একটি আরজিবি ডায়নামিক প্রিডেটর লাইটিং লোগোও রয়েছে।

Acer Predator Helios 16 এবং Predator Helios Neo হিট ম্যানেজমেন্টের জন্য এসারের পঞ্চম-প্রজন্মের এরোব্লেড 3ডি (AeroBlade 3D) ফ্যান প্রযুক্তির সাথে এসেছে। 89টি ব্লেড সমন্বিত নতুন প্রযুক্তিটি চতুর্থ প্রজন্মের এরোব্লেড 3ডি ফ্যানের তুলনায় বায়ুপ্রবাহকে 10 শতাংশ বৃদ্ধি করে বলে দাবি করা হয়েছে। এসার ল্যাপটপগুলি 330W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 90 ওয়াট আওয়ারের ব্যাটারি দ্বারা চালিত।

Acer Predator Helios 16-এর ওজন 2.65 কিলোগ্রাম এবং Predator Helios Neo মডেলের ওজন 2.8 কিলোগ্রাম। এগুলির মধ্যে রয়েছে ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার। ল্যাপটপগুলি ওয়াই-ফাই 7 সংযোগও অফার করে।

Acer Predator Helios AI ল্যাপটপের মূল্য এবং উপলব্ধতা

নতুন এসার প্রিডেটর হেলিওস এআই ল্যাপটপগুলি ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon), এসার ইশপ (Acer eShop), ক্রোমা (Croma), বিজয় সেলস (Vijay Sales), এসারমল (AcerMall) এক্সক্লুসিভ স্টোর এবং অন্যান্য মাল্টি-ব্র্যান্ডেড স্টোর থেকে কেনা যাবে। ল্যাপটপগুলির সবকটি ভ্যারিয়েন্টের দাম হল –

প্রিডেটর হেলিওস 16 (আরটিএক্স 4070-এর সাথে আই9 14 তম প্রজন্ম) 1,99,999 টাকা।

প্রিডেটর হেলিওস 16 (আরটিএক্স 4080-এর সাথে আই9 14 তম প্রজন্ম) 2,49,999 টাকা।

প্রিডেটর হেলিওস নিও (RXT 4050 সহ আই7 13 তম প্রজন্ম) 1,19,999 টাকা।

প্রিডেটর হেলিওস নিও (RXT 4060 সহ আই7 14 তম প্রজন্ম) 1,34,999 টাকা।

প্রিডেটর হেলিওস নিও (RXT 4070 সহ আই9 14 তম প্রজন্ম) 1,79,999 টাকা।