Yamaha R15 হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, এ বছর অষ্টমবার এই জনপ্রিয় স্পোর্টস বাইকের দাম বাড়ল

ভারতের অন্যতম সুপারস্পোর্টস বাইক Yamaha YZF-R15-এর মূল্য বৃদ্ধির পালা যেন থামছেই না। ২০২২ শুরুর পর থেকে এই নিয়ে পরপর আটবার R15 সিরিজের বাইকগুলির দাম চড়ানোর পথে হাঁটলো ইয়ামাহা (Yamaha)। এবারের মূল্য বৃদ্ধির পরিমাণ মডেল পিছু ৫০০ টাকা। যা ক্রেতাদের ততটা যে দুশ্চিন্তায় ফেলবে না, তা হলফ করেই বলা যায়। কিন্তু আটবারের দাম বৃদ্ধির অঙ্কের সমষ্টি হিসেব করলে দেখা যাবে তা অনেকটাই।

R15 রেঞ্জের মোট ছয়টি মডেলের দাম ৫০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। গত য়াসেই এদের দাম ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছিল। এখন বাইকগুলির বর্তমান মূল্য কত, দেখে নেওয়া যাক। Yamaha R15M – ১,৯১,৮০০ টাকা, Yamaha R15 MotoGP Edition – ১,৯২,৪০০ টাকা, Yamaha R15 Racing Blue – ১,৮৪,৪০০ টাকা, Yamaha R15 Black – ১,৮০,৪০০ টাকা, Yamaha R15 Red – ১,৭৯,৪০০ টাকা, Yamaha R15 Silver – ১,৯০,৪০০ টাকা। উপরিউক্ত প্রতিটি এক্স-শোরুম প্রাইস।

মোটরসাইকেলগুলির দাম বাড়ানো হলেও এদের ফিচার ও স্পেসিফিকেশনে কোনো তারতম্য ঘটানো হয়নি। আগের মতই Yamaha R15 বাইকগুলি একটি ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা থেকে সর্বোচ্চ ১৮.১ বিএইচপি শক্তি এবং ১৪.২ এন এম টর্ক উৎপন্ন হবে।

R15 সিরিজের মোটরসাইকেলগুলি নানা বিশ্বমানের ফিচার দ্বারা সজ্জিত। উদাহরণস্বরূপ বলা যায়, এতে রয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল এবং কুইক শিফ্টার প্রযুক্তি। Yamaha R15-এর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী ভারতের বাজারে নেই বললেই চলে। এদিকে ইয়ামাহা তাদের আসন্ন স্পোর্টস বাইক YZF-R9 এর জন্য লোগো নথিভুক্ত করেছে।