2,999 টাকার ইয়ারবাডস ফ্রি! ক্রেতাদের জন্য ফাটাফাটি অফার আনল Vivo, কীভাবে পাবেন

গত মাসে হোম মার্কেট চীনে উন্মোচন করার পর, আইকো আগামী ১২ ডিসেম্বর ভারতে তাদের নতুন iQOO 12 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি বর্তমানে ফোনটির সম্পর্কে নানান আকর্ষণীয় তথ্য প্রকাশ করতে ব্যস্ত। তাই iQOO 12-এর আগমনের জন্য ভারতীয় ক্রেতাদের ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। লঞ্চ ইভেন্টের আগে ভিভো (Vivo)-র সাব-ব্র্যান্ডটি ডিভাইসটির বিষয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি প্রায়োরিটি পাস ঘোষণা করেছে। কি সুবিধা মিলবে এই পাস থেকে, আসুন জেনে নেওয়া যাক।

ভারতে iQOO 12-এর জন্য প্রায়োরিটি পাস ঘোষণা করা হয়েছে

আইকো অনুরাগীরা আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আইকো ১২-এর জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি পাস কিনতে পারবেন৷ এটি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে পাওয়া যাবে। পাসটির মূল্য ৯৯৯ টাকা। তবে ঘাবড়াবেন না, এই অর্থটি রিফান্ডেবল। মনে রাখতে হবে, এই প্রায়োরিটি পাসগুলি কিন্তু সীমিত পরিমাণেই মিলবে এবং শুধুমাত্র ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে।

এবার আশা যাক এর সুবিধার প্রসঙ্গে। আইকোর ঘোষণা করা এই প্রায়োরিটি পাসটি গ্রাহকদের অফিসিয়াল লঞ্চের আগেই আইকো ১২ প্রি-বুক করার সুযোগের জন্য একটি এক্সক্লুসিভ উইন্ডো অফার করবে। এছাড়াও, এই পাস যাদের কাছে থাকবে, তারা স্মার্টফোনটি অর্ডার দেওয়ার জন্য অন্যান্য ক্রেতাদের তুলনায় ২৪ ঘন্টা আগেই অ্যাক্সেস পাবেন। এছাড়াও থাকবে এক্সক্লুসিভ লঞ্চ ডে অফার এবং ২,৯৯৯ টাকা মূল্যের ভিভোর টিডাব্লিউএস (TWS) ইয়ারফোন বিনামূল্যে।

জানিয়ে রাখি, iQOO 12 ভারতের বাজারে এদেশের প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3-চালিত ফোন হিসেবে আসতে চলেছে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে কোম্পানি আগামী তিন বছরের জন্য মেজর ওএস আপডেট প্রদান করবে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, এটিকে কোনওরকম ব্লোটওয়্যার ছাড়াই পাঠানো হবে। ডিভাইসটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, Q1 চিপ, একটি বড় ভেপার চেম্বার এবং ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৬৪ মেগাপিক্সেল (পেরিস্কোপ টেলিফোটো) সমন্বিত ক্যামেরা সেটআপ সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতের বাজারে iQOO 12-এর দাম ৫৫,০০০ টাকার (বেস মডেল) মধ্যে থাকবে বলে শোনা যাচ্ছে।