হোয়াটসঅ্যাপে এই ধরণের মেসেজ এলেই ডিভাইস হ্যাক হয়েছে এমন নয়

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে ইতিমধ্যে প্রচুর ব্যবহারকারী চিন্তিত। এরই মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা-এর মতো এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে নতুন একটি সমস্যা এসে হাজির হল। তবে এতে হোয়াটসঅ্যাপের কোনো হাত নেই। মূলত স্ক্যামাররা এই ধরনের সমস্যার উদ্ভবে মূখ্য ভূমিকা পালন করছেন। তারা আর্থিক প্রতারণার দূরভিসন্ধি নিয়ে হোয়াটসঅ্যাপ ইউজারদের মেসেজ পাঠাচ্ছেন। সেখানে বিভিন্ন পরিসংখ্যা দিয়ে সেগুলি সংশ্লিষ্ট ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ বলে দাবি করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। WABetaInfo-এর মতে, ব্যবহারকারীকে বোকা বানিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে এই জাতীয় মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাতে এসবের ফাঁদে না পড়েন। তার জন্য WABetaInfo মেসেজের স্ক্রিনশট শেয়ার করে একটি টুইটে বলেছে, আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ধরণের কোনো মেসেজ পান, ভাববেন না আপনাকে হ্যাক করা হয়েছে৷ এটা নকল; দয়া করে আতঙ্কিত হবেন না। যদি তারা অর্থ চায়, তবে তা উপেক্ষা করুন, স্প্যাম হিসেবে রিপোর্ট করে দিন।

Whatsapp নিজেও ইউজারদের অনুরূপ প্রতারণামুলক বার্তা সম্পর্কে সাবধান করেছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, এই ধরণের মেসেজগুলি হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আসতে পারে। Whatsapp তাঁর FAQ পেজে লিখেছে, অননুমোদিত তৃতীয় কোনো পক্ষ থেকে অযাচিত বার্তা, স্প্যাম, ভাঁওতা, ও ফিশিং মেসেজের মতো অনেক ফর্মে আসে। এই সমস্ত বার্তাগুলিকে অননুমিদিত তৃতীয় পক্ষের অযৌক্তিকবার্তা হিসেবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং আপনাকে নির্দিষ্ট উপায়ে কাজ করার অনুরোধ জানায়। Whatsapp, এই জাতীয় ভুয়ো মেসেজ চিহ্নিত করার জন্য সতর্কীকরণের চারটি লক্ষণ জানিয়েছে –

  • -প্রেরক নিজেকে হোয়াটসঅ্যাপের সাথে সংযুক্ত বলে দাবি করবেন৷
  • -বার্তাটি ফরোয়ার্ড করার জন্য সেটিতে নির্দেশাবলী অর্ন্তভুক্ত থাকবে৷
  • -আপনি যদি বার্তাটি ফরোয়ার্ড করেন তবে অ্যাকাউন্ট সাসপেনশনের মতো শাস্তি এড়ানো যাবে বলে বার্তাতে দাবি করা হবে৷
  • -খোদ হোয়াটসঅ্যাপ থেকে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে উপহার বা পুরস্কার আছে বলে মেসেজে লেখা থাকবে৷

এছাড়াও যেনতেন প্রকারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফাঁদে ফেলে প্রতারণা করার জন্য দুষ্ট চক্র সর্বদা সক্রিয়। হোয়াটসঅ্যাপে যাচাই না করেই সন্দেহজনক কোনো মেসেজ ফরোয়ার্ড করা বা পুরস্কারের প্রলোভন দেখানো এরকম কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে আমরা টেকগাপের পাঠকদের অনুরোধ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *