কেবল 2 ঘন্টার জন্য সস্তায় পাওয়া যাবে Realme C51, 10 হাজার টাকার কমে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা

ফ্লিপকার্টে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে সস্তায় Realme C51 কেনার সুযোগ পাবেন ক্রেতারা

আপনি যদি একটি নতুন বাজেটের ফোন কিনতে চান এবং কোন মডেলটি কেনা লাভজনক হবে তা নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আসলে Realme আজ তাদের সি-সিরিজে নতুন ফোন হিসেবে Realme C51 লঞ্চ করতে চলেছে। আর আজই সন্ধ্যায় এই ডিভাইসটির আর্লি বার্ড সেল অনুষ্ঠিত হবে। এই সেল চলবে মাত্র ২ ঘণ্টা এবং এতে বিশেষ ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme C51 ভারতে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme C51 এর সেল অফার ও দাম

৪ সেপ্টেম্বর ফ্লিপকার্টে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে সস্তায় রিয়েলমি সি৫১ কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আবার তারা যদি এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে অর্থ প্রদান করেন তবে ৫০০ টাকা ছাড় পাবেন। ভারতে রিয়েলমি সি৫১ এর দাম রাখা হতে পারে ১০ হাজার টাকার কম।

Realme C51 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, Realme C51 ফোনে বড় ৬.৫৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লেটি ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন এবং ৫৬০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ইউনিসক টি৬১২ প্রসেসরসহ ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। 

জানা গেছে, রিয়েলমির নতুন ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ ডেডিকেটেড ইন-ডেপথ সেন্সর অফার করবে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমিইউআই টি কাস্টম স্কিনে চলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।