বাজার কাঁপাতে আসছে OnePlus-এর নতুন Nord ফোন, ডিজাইন সহ ফিচার্সও ফাঁস হল

ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের জনপ্রিয় Nord সিরিজের একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। ফোনটির আসল নাম এখনও প্রকাশ্যে না এলেও, সেটির মডেল নম্বর CPH2613 বলে জানা গেছে। লঞ্চের আগেই এখন সেই আপকামিং নর্ড ফোনটির ছবি ফাঁস হয়েছে, যা থেকে ডিজাইনের আভাস পাওয়া গেছে। পাশাপাশি আপকামিং OnePlus Nord ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনও সামনে এসেছে।

সামনে এল নতুন OnePlus CPH2613-এর রেন্ডার

চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ লাইনআপ লঞ্চ করেছে। আর এখন, মনে করা হচ্ছে যে কোম্পানির একটি নতুন মিড রেঞ্জ হ্যান্ডসেটও শীঘ্রই বাজারে পা রাখতে পারে। ৯১মোবাইলস-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই ফোনটি CPH2613 মডেল নম্বর বহন করে। স্মার্টফোনের নাম উল্লেখ করা হয়নি, তবে রেন্ডার ইঙ্গিত দেয় যে, সেটি নর্ড সিরিজের ফোন হতে পারে।

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, OnePlus CPH2613 মডেলটিতে অ্যালার্ট স্লাইডার নেই। এই ফিচারটি ওয়ানপ্লাসের হাই-এন্ড ফোনেই মূলত দেখা যায়। সাশ্রয়ী মূল্যের ফোনে কোম্পানি এখন আর এই ফিচারটি দেয় না৷ অর্থাৎ, এটির নর্ড সিই ৩ বা নর্ড সিই ৩ লাইট-এর মতো নর্ড সিরিজের উত্তরসূরি মডেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফোনটিতে গোলাকার কোণ সহ সামনে এবং পিছনে ফ্ল্যাট প্যানেল দেখা যাবে৷ এর ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট অবস্থান করবে এবং পিছনে উল্লম্বভাবে সজ্জিত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ মডিউল সহ একটি লম্বাকৃৃতি পিল আকৃতির আইল্যান্ড থাকবে।

রিপোর্টে এও বলা হয়েছে যে, OnePlus CPH2613-এর ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে, তাই এটি ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) স্ক্রিন সহ আসবে বলে আশা করা যায়। এছাড়া, OnePlus কোম্পানির নতুন Nord ফোনটির নিচে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম ট্রে দেখা যাবে, আর ওপরের অংশে একটি ইনফ্রারেড সেন্সর, সেকেন্ডারি মাইক্রোফোন এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকবে।

পরিশেষে, ৯১মোবাইলস-এর রিপোর্টটি ক্যামেরা এফভি৫ (Camara FV5) লিস্টিংও শেয়ার করেছে, যা নতুন ওয়ানপ্লাস ফোনটির ক্যামেরা সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে। বলা হচ্ছে, ডিভাইসটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) এবং এফ/১.৮ অ্যাপারচার অফার করবে। অন্যদিকে, ফোনের সামনে ইআইএস এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করবে।