Redmi K50 Pro+ লঞ্চের আগেই চমক দেখাল, AnTuTu তে পার করল ১ মিলিয়ন স্কোর

চীনা ব্র্যান্ড রিডমি গত মাসে তাদের Redmi K50 সিরিজে অন্তর্ভুক্ত Redmi K50 Gaming Edition স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করেছে। আর গতকালই (১০ মার্চ) ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ১৭ মার্চ বহুল প্রত্যাশিত Redmi K50 সিরিজের অন্যান্য মডেলগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের অধীনে Redmi K50, Redmi K50 Pro, Redmi K50 Pro+ – এই তিনটি ডিভাইস ওইদিন চীনা বাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন এক পরিচিত টিপস্টার প্রকাশ করেছেন যে, আপকামিং Redmi K50 Pro+ স্মার্টফোনটি চীনের আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে সকলকে চমকে দিয়ে ১ মিলিয়ন স্কোরের মার্কটি পার করেছে। এর পাশাপশি আনটুটু-এর লিস্টিং থেকে এই হ্যান্ডসেটের প্রসেসর সম্পর্কেও জানতে পারা গেছে।

Redmi K50 Pro+ পেল AnTuTu-তে হাই স্কোর

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) তে একটি পোস্ট করে রেডমি কে৫০ প্রো প্লাস-এর আনটুটু স্কোরটি প্রকাশ করেছেন। এই চীনা বেঞ্চমার্কিং সাইটে আপকামিং রেডমি ফোনটির স্কোর ১ মিলিয়ন বা ১০ কোটি অতিক্রম করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ চিপসেট (Mediatek Dimensity 9000) দ্বারা চালিত এই ডিভাইসটি ১০,৪১,৮১৮ স্কোর অর্জন করেছে, যার মধ্যে এর সিপিইউ স্কোর ২,৬৫,৭৪৩ এবং জিপিইউ স্কোর ৩,৯৪,০৭৮।

জানিয়ে রাখি, মিডিয়াটেক গতবছরের শেষের দিকে ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ প্রসেসরটি লঞ্চ করে। এই অক্টা-কোর চিপসেটটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)- এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এতে নতুন এআরএমভি৯ (ARMv9) আর্কিটেকচার রয়েছে। ডাইমেনসিটি ৯০০০- এর একটি কর্টেক্স-এক্স২ (Cortex-X2) সুপার কোর ৩.০৫ গিগাহার্টজে চলে, তিনটি বড় আকারের কর্টেক্স-এ৭১০ (Cortex-A710) কোরের ক্লক স্পিড ২.৮৫ গিগাহার্টজ এবং বাকি চারটি ছোটো আকারের কর্টেক্স-এ৫১০ (Cortex-A510) সিপিইউ কোর চলে ১.৮ গিগাহার্টজে।

এদিকে, মনে করা হচ্ছে যে আসন্ন Redmi K50 Pro Plus সম্ভবত ২,৫৬০×১৪৪০ রেজোলিউশন সহ একটি 2K ডিসপ্লে সহ আসবে। কোয়ালকম এবং মিডিয়াটেক উভয় ব্র্যান্ডের প্রসেসর সহ নতুন Redmi K50 সিরিজটি এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে বৈচিত্র্যময় লাইনআপ হিসেবে বাজারে আসতে প্রস্তুত। এই সিরিজে ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরের সাথে Redmi K50 Pro+ ছাড়াও, ডাইমেনসিটি ৮১০০ চিপসেটের সাথে Redmi K50 Pro এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ সহ Redmi K50 বেস মডেলটি আসবে। যেখানে গত ফেব্রুয়ারীতে লঞ্চ হওয়া Redmi K50 Gaming Edition-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি।

উল্লেখ্য, Redmi K50 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি, ব্র্যান্ডটি আজ প্রথমবারের জন্য অফিশিয়ালি বেস মডেলটির রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইনটিও একটি প্রোমোশনাল টিজারে মাধ্যমে প্রকাশ করেছে।