43 থেকে 65 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজে Sony Bravia সিরিজের 4 নয়া স্মার্ট টিভি ভারতে লঞ্চ হল, দাম কত

Sony Bravia X75L টেলিভিশন সিরিজের অধীনে ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের মোট চারটি মডেল লঞ্চ হয়েছে

Sony কয়েক দিন আগে ভারতে Sony Bravia X80L সিরিজ নিয়ে এসেছিল। আর আজ অর্থাৎ ২১শে এপ্রিল সংস্থাটি আরেকটি নয়া স্মার্ট টিভি লাইনআপ Bravia X75L ভারতে লঞ্চ করল। এই সিরিজটি Sony Bravia X80L লাইনআপের টোন-ডাউন ভার্সন হিসাবে এসেছে। ফলে আলোচ্য দুটি সিরিজের মডেলগুলি প্রায় অনুরূপ কনফিগারেশন অফার করবে। অর্থাৎ নতুন লাইনআপেও PS5 সমর্থন সহ গেমার মোড উপলব্ধ। এছাড়া – ৪কে প্রসেসর এক্স১, ৪কে এক্স-রিয়ালিটি প্রো, ২০ ওয়াটের স্পিকার সিস্টেম, অ্যান্ড্রয়েড টিভি ওএস ইত্যাদি বৈশিষ্ট্যও বিদ্যমান থাকছে। যদিও পার্থক্য হিসাবে নতুন সিরিজে TRILUMINOS Pro-এর পরিবর্তে LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। নতুন লাইনআপের অধীনে মোট ৪টি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা – KD-43X75L, KD-50X75L, KD-55X75L, এবং KD-65X75L মডেল। চলুন Sony Bravia X75L স্মার্ট টিভি সিরিজের দাম, লভ্যতা এবং ফিচার বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Sony Bravia X75L স্মার্ট টিভি সিরিজের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে, সনি ব্রাভিয়া এক্স৭৫এল স্মার্ট টেলিভিশন সিরিজের অধীনে ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের মোট চারটি মডেল লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি মডেলগুলির দাম যথাক্রমে ৬৯,৯০০ টাকা, ৮৫,৯০০ টাকা ও ১,৩৯,৯০০ টাকা রাখা হয়েছে। লভ্যতার কথা বললে, আলোচ্য তিনটি মডেলকে আগামী ২৪শে এপ্রিল – সনি সেন্টার, দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক স্টোর এবং ই-কমার্স পোর্টালের মাধ্যমে কেনা যাবে।

প্রসঙ্গত, সনি এখনও ৫৫-ইঞ্চি মডেলটির দাম এবং প্রাপ্যতা সংক্রান্ত তথ্য সামনে আনেনি।

Sony Bravia X75L স্মার্ট টিভি সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

সনি ব্রাভিয়া এক্স৭৫এল স্মার্ট টিভি সিরিজ সরু বেজেল এবং রিফাইন্ড ডিজাইন সহ এসেছে, যা দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি সনি দাবি করেছে যে, তাদের এই নয়া টিভিগুলি এক্স-প্রটেকশন প্রো (X-Protection PRO) সুরক্ষা ব্যবস্থার সাথে এসেছে, যা ইউনিটকে ধুলো, আর্দ্রতা এবং বজ্রপাত থেকে রক্ষা করবে।

নতুন Sony Bravia X75L টিভি সিরিজে, ডাইরেক্ট LED ব্যাকলাইটিং সহ ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি, এবং ৬৫-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই মডেলগুলির ডিসপ্লে – ৪কে রেজোলিউশন, এইচডিআর ১০, এইচএলজি, ৪কে প্রসেসর এক্স১, এবং ৪কে এক্স-রিয়ালিটি প্রো -এর মতো ফিচার সাপোর্ট করে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এইচডিআর ১০, এইচএলজি এবং ৪কে প্রসেসর এক্স১ ছবির গুণমান, কনট্রাস্ট এবং ছবির প্রাণবন্ততা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, ৪কে এক্স-রিয়ালিটি প্রো ফিচারটি ২কে এবং এইচডি কনটেন্টকে প্রায় ৪কে রেজোলিউশনের ইমেজ কোয়ালিটির কাছাকাছি উন্নীত করে। আবার এই সিরিজের টিভিগুলি মোশনফ্লো এক্সআর (Motionflow XR) সহ এসেছে, যা ‘শার্পার’ এবং ‘স্মুথার’ ভিডিও উপস্থাপনের জন্য মূল মিডিয়া কনটেন্টে অতিরিক্ত ফ্রেম যুক্ত করে।

অডিও বিভাগের কথা বললে, সনির আলোচ্য টিভি সিরিজে ক্লিয়ার ফেজ প্রযুক্তি সমর্থিত দুটি স্পিকার সিস্টেম রয়েছে, যা ১০ ওয়াট আউটপুট সরবরাহ করে।সফ্টওয়্যারের ক্ষেত্রে, নতুন ব্রাভিয়া এক্স৭৫এল সিরিজের টিভিগুলি অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। যার অর্থ হল, ব্যবহারকারীরা ১০,০০০টিরও বেশি অ্যাপ ডাউনলোড করতে এবং ৭,০০,০০০টিরও বেশি সিনেমা ও টিভি শো দেখতে পারবেন৷

আবার স্মার্ট ফিচার হিসাবে এগুলিতে গুগল অ্যাসিস্ট্যান্ট, ইনবিল্ট ক্রোমকাস্ট এবং আলেক্সার সমর্থন পাবেন। এছাড়া অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপল এয়ারপ্লে এবং হোমকিটের সাহায্যে তাদের আইফোন, আইপ্যাড বা ম্যাককে টিভির সাথে সংযুক্ত করতে পারবেন। পাশাপাশি হ্যান্ডস-ফ্রি অ্যাক্সেসের ক্ষেত্রে সিরিও উপলব্ধ।

সনির নয়া টিভি সিরিজে গেমিং ফিচারের মধ্যে সামিল রয়েছে – অটো এইচডিআর টোন ম্যাপিং এবং অটো জেনার পিকচার মোড। টিভিগুলি প্লেস্টেশন ৫ (PS5) -এর প্রাথমিক সেটআপের সময় টিভির এইচডিআর সেটিংস অপ্টিমাইজ করতে সক্ষম।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Sony Bravia X75L টিভি সিরিজে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ইথারনেট, আরএফ (RF), কম্পোজিট ভিডিও ইনপুট, এআরসি (ARC) এবং এএলএলএম (ALLM) সমর্থন সহ তিনটি এইচডিএমআই ২.১ ইনপুট পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত৷