সস্তায় Lumiford ভারতে আনলো ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন Maximus N60

ভারতীয় বাজারে ওয়্যারলেস ইয়ারফোনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে Lumiford তাদের নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করলো, যার নাম Maximus N60। হালকা ওজনের হওয়ায় এটি যেমন বহন করতেও সুবিধা, তেমনি গলায় ভালোভাবেই সেট হয়ে থাকে। Lumiford Maximus N60 এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে, এতে কুড়ি ঘন্টা প্লে-টাইম, ব্লুটথ ৫.০ কানেক্টিভিটি ও IPX5 রেটিং পাওয়া যাবে। চলুন এই নেকব্যান্ড ইয়ারফোনের দাম এবং অন্যান্য তথ্য জেনে নিই।

Lumiford Maximus N60 এর দাম

ভারতে Lumiford এর এই ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা। বর্তমানে ইয়ারফোনটি লাল এবং কালো – এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কিনতে পারবেন। এর বক্সের মধ্যে থাকবে একটি ডোমেস্টিক ওয়ারেন্টি কার্ড, একটি চার্জিং কেবল ।

Lumiford Maximus N60 এর ফিচার

Lumiford-এর এই ইয়ারফোনটিতে রয়েছে ২৪০ এমএএইচ ৩.৭ ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারি মাত্র ২ ঘন্টা চার্জ করে দীর্ঘ ২০ ঘন্টা গান শোনা বা কথা বলা সম্ভব। এর মধ্যে একটি মাইক্রোফোন এবং ইন-লাইন রিমোট রয়েছে, যার মাধ্যমে কল করা বা গান শোনার সুবিধা হয়। এছাড়া এতে ২৫০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম রয়েছে।

এছাড়া ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.০ রয়েছে, যা ফোনের সঙ্গে ইয়ারফোনকে দ্রুত সংযুক্ত করতে সাহায্য করে। এছাড়া এটি IPX5 রেটেড হওয়ায় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। অর্থাৎ জিম বা এক্সারসাইজ করার সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ইয়ারফোনটি। তাছাড়া এই ইয়ারফোনটিতে রয়েছে ডিপ বেস ফিচার যা এর সাউন্ড কোয়ালিটিকে আরও উন্নত করে তোলে।

HSP, HFP, AVRCP ও A2DP-সহ সমস্ত প্রকার অ্যান্ড্রয়েড ও iOS ডিভাইসে ইয়ারফোনটি চালানো যায়। এই ইয়ারফোনটি ওজন মাত্র ২৩ গ্রাম।