Samsung Galaxy Tab A8 (2021) আসছে সাশ্রয়ী মূল্যে, তার আগে দেখা গেল Geekbench-এ

প্রতিবছরের মতো এবছরও Samsung তাদের Galaxy Tab S সিরিজের অধীনে প্রিমিয়াম ট্যাবলেট বাজারে নিয়ে আসবে। তবে এছাড়াও দক্ষিণ কোরিয়ান সংস্থাটি একটি বাজেট রেঞ্জের ট্যাবলেট, Samsung Galaxy Tab A8 (2021) এর উপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি এই আপকামিং ডিভাইসটি Bluetooth SIG-এর থেকে ছাড়পত্র লাভ করেছিল। এখন পারফরম্যান্স পরীক্ষার জন্য Samsung Galaxy Tab A8 (2021) কে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে ট্যাবলেটটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy Tab A8 (2021) এর Geekbench লিস্টিং

অন্যান্য সার্টিফিকেশন সাইটের মতো গিকবেঞ্চেও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) কে SM-X200 মডেল নম্বরের সাথে দেখা গেছে। জানা গেছে, এই ট্যাবলেটে ইউনিসক প্রসেসর ব্যবহার করা হবে। সম্ভাবত এটি ২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর ইউনিসক টি৬১৮ প্রসেসর হবে।

আবার স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) কে এখানে ৩ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমাদের বিশ্বাস ট্যাবলেটটি ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টেও আসবে। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে ট্যাবটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৭০৪ ও ৫২৫৬ স্কোর করেছে।

এর আগে রেন্ডার থেকে জানা গিয়েছিল, Samsung Galaxy Tab A8 (2021) ১০.৫ ইঞ্চি টিএফটি ফুল-এইচডি+ (১৯২০x১০৮০) ডিসপ্লে সহ আসবে।
ট্যাবটি ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A8 (2021) ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসতে পারে। ট্যাবটির ব্যাটারি ক্যাপাসিটি হবে ৭০৪০ এমএএইচ, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।