পলক ফেলা দায়! দুর্ধর্ষ ফিচারের Xiaomi 13 Ultra নতুন তিনটি কালারে লঞ্চ হল

Xiaomi 13 Ultra স্মার্টফোনের নতুন লিমিটেড-এডিশন কালার অপশন ঘোষণা করা হল

গত ১৮ই এপ্রিল একটি ইভেন্টে বহু প্রতীক্ষিত Xiaomi 13 Ultra স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। Xiaomi তাদের এই লেটেস্ট হাই-এন্ড মডেলটিকে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত রম সহ মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে চীনের বাজারে লঞ্চ করেছে। এছাড়া ছিল বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্ট। তবে আজ (৪ঠা মে) আবার Xiaomi 13 Ultra-র জন্য তিন-তিনটি নতুন কাস্টম কালার অপশন নিয়ে এল সংস্থাটি।

Xiaomi 13 Ultra স্মার্টফোনের নতুন লিমিটেড-এডিশন কালার অপশন ঘোষণা করা হল

শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনের নতুন কালার বিকল্পগুলি হল – স্টারি স্কাই ব্লু, ক্যাবারনেট অরেঞ্জ এবং জিঙ্কগো ইয়েলো। রিপোর্ট অনুসারে, এই নতুন রঙের বিকল্পগুলি শুধুমাত্র ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের জন্যই উপলব্ধ থাকবে। দামের কথা বললে, উক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৭,৫৬০ টাকা)৷

শাওমি জানিয়েছে, ১৩ আল্ট্রা ফোনের নয়া কালার অপশনগুলিকে আগামী ৬ই মে থেকে চীনে বিক্রি করা হবে। তবে প্রি-বুকিং আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। এদিকে চীনের মতো গ্লোবাল মার্কেটেও এই নতুন কালার অপশনগুলি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Xiaomi 13 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনে আছে ৬.৭৩-ইঞ্চির 2K (১৪৪০পিক্সেল রেজোলিউশন) C7 LTPO OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ২৬০০ নিটস ব্রাইটনেস অফার করবে, যা বিশ্বের অন্যান্য ফোনগুলির মধ্যে সর্বোচ্চ। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট UFS 4.0 রম মিলবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন দ্বারা চালিত।

Xiaomi 13 Ultra হল একটি ক্যামেরা ফোকাসড স্মার্টফোন। এর ক্যামেরাগুলি ডেভেলপ করার জন্য Leica-র সাথে হাত মিলিয়েছে শাওমি। আলোচ্য মডেলে – ১ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/১.৮ থেকে এফ/৪.০ এর মধ্যে পরিবর্তন করা যাবে। এছাড়া সহায়ক রিয়ার ক্যামেরা হিসাবে উপস্থিত থাকছে – ১২২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX858 আল্ট্রা ওয়াইড লেন্স এবং দুটি ৫০ মেগাপিক্সেল Sony IMX858 টেলিফটো সেন্সর। যার মধ্যে প্রথম সেন্সরটি ৩.২এক্স জুম ও দ্বিতীয় সেন্সরটি ৫এক্স জুম সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য শাওমি ১৩ আল্ট্রা ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই শাওমির এই নয়া স্মার্টফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিভাইসের আরও একটি আপগ্রেড হল, এতে ব‌্যবহার করা হয়েছে ইউএসবি ৩.২ পোর্ট। পরিশেষে Xiaomi 13 Ultra ফোনটি IP68 রেটিং প্রাপ্ত, যা জল ও ধুলো প্রতিরোধী।