সস্তায় প্রিমিয়াম ল্যাপটপ কেনার সুযোগ, আজ Infnix INBook Y2 Plus-এর সেল, এই ব্যাঙ্কের কার্ড থাকলে অতিরিক্ত ছাড়

Infinix Y2 Plus বেশ সাশ্রয়ী মূল্যে গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। আর আজ ল্যাপটপটির প্রথম সেল। বড় ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, ৬৫ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং, একাদশ প্রজন্মের Intel Core প্রসেসর, ফুল এইচডি ওয়েবক্যাম, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজে সহ নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে এতে। আবার অফার ধরে ২,০০০ টাকা পর্যন্ত বাঁচানো যাবে। চলুন Infinix Y2 Plus-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Infinix INBook Y2 Plus-এর দাম

ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপটি দুটি ভ্যারিয়েন্টে এসেছে। ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম সহ বেস মডেলের দাম ২৭,৪৯০ টাকা, আর ১৬ জিবি র‍্যাম সহ ইন্টেল কোর আই৫ ভ্যারিয়েন্টের মূল্যে ৩৪,৯৯০ টাকা। ল্যাপটপটি সিলভার, ব্লু এবং গ্রে – এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

Infinix INBook Y2 Plus-এর অফার এবং উপলব্ধতা

ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস আজ দুপুর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। লঞ্চ অফারের ক্ষেত্রে, ক্রেতারা ব্যাঙ্ক অফারের সাথে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ল্যাপটপের সাথে আসা অফারগুলি হল:

  • ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) ক্রেডিট কার্ডের সাথে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক।
  • এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে ১০% ছাড়, ১,৫০০ টাকা পর্যন্ত।
  • ৬ মাস এবং তার বেশি মেয়াদের এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই-তে অতিরিক্ত ৫০০ টাকা ছাড়৷
  • ৯ মাস এবং তার বেশি মেয়াদের এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই-তে অতিরিক্ত ৭৫০ ছাড়৷

Infinix InBook Y2 Plus-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Infinix InBook Y2 Plus-এ ২৬০ নিট পিক ব্রাইটনেস, ১,৯২০×১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৮৫% এস আরজিবি (sRGB) কভারেজ সহ বড় ১৫.৬ ইঞ্চির ফুল-এইচডি এলসিডি স্ক্রিন রয়েছে। ল্যাপটপটি উইন্ডোজ ১১ (হোম এডিশন) অপারেটিং সিস্টেমে চলে। InBook Y2 Plus-এর ওজন ১.৮ কেজি ও ১৭.৯৫ মিলিমিটার স্লিম।

Infinix InBook Y2 Plus দুটি বিকল্পে উপলব্ধ – Intel Core i3-1115G4 + আট জিবি র‍্যাম এবং Intel Core i5-1155G7 + ষোলো জিবি র‍্যাম। উভয় ভ্যারিয়েন্টই ৫১২ জিবি এসএসডি স্টোরেজ ও ইন্টেল ইন্টিগ্রেটেড ইউএইচডি গ্রাফিক্স অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ইনফিনিক্সের ল্যাপটপটিতে ৫০ ওয়াটআওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ৬০ মিনিটে ৭৫% পর্যন্ত চার্জ করতে পারে।

এছাড়া, Infinix InBook Y2 Plus-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই, এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক৷ অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যাকলিট কীবোর্ড, ডুয়েল এলইডি ফুল-এইচডি ওয়েব ক্যামেরা, ডুয়েল ডিটিএস অডিও সেটআপ, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১।