দাম মাত্র ৬৯৯৯ টাকা, এবার নতুন রঙে বাজার মাতাবে Nokia C12 Pro

ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে Nokia C12 Pro-এর নতুন কালার অপশন

চলতি বছরের শুরুতে, ফিনল্যান্ড ভিত্তিক প্রযুক্তি সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে Nokia C12 Pro স্মার্টফোনটি লঞ্চ করে। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যাতে ২৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেমে রয়েছে। Nokia C12 Pro বর্তমানে লাইট মিন্ট, চারকোল বা ডার্ক সায়ান রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। তবে এখন নোকিয়া ভারতে এই স্মার্টফোনের জন্য একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। Nokia C12 Pro-এর নতুন রঙের বিকল্পটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

ভারতে শীঘ্রই আসতে পারে Nokia C12 Pro-এর নতুন কালার অপশন

নোকিয়া মোবাইল ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি নতুন টিজার (এখন ডিলিট করা হয়েছে) প্রকাশ করে নিশ্চিত করে যে, নোকিয়া সি১২ প্রো ভারতে একটি নতুন পার্পল কালার (Purple Colour) অপশনে উপলব্ধ হবে। মার্চ মাসে লঞ্চ হওয়ার পর এই প্রথম ডিভাইসটি কোনও নতুন কালারে পাওয়া যাবে। বর্তমানে, ভারতে সি১২ প্রো-এর প্রারম্ভিক মূল্য ৬,৯৯৯ টাকা এবং সম্ভবত নতুন রঙের বিকল্পটিও একই দামে মিলবে।

Nokia C21 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া সি১২ প্রো-এ ডিউ ড্রপ নচ এবং ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ২৮ ন্যানোমিটারের ইউনিসক এসসি৯৮৬৩এ১ চিপসেট দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে রান করে। ফটোগ্রাফির জন্য, নোকিয়া সি১২ প্রো-এ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।

Nokia C12 Pro-এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অপসারণযোগ্য ব্যাটারি, যা এখন স্মার্টফোনে প্রায় বিরলই বলা চলে। এই ব্যাটারিটির ক্ষমতা ৪,০০০ এমএএইচ। এইচএমডি গ্লোবাল এই ফোনে ন্যূনতম দুই বছরের রেগুলার সিকিউরিটি আপডেট দেবে বলে নিশ্চিত করেছে, যদিও কোনও অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার কথা বলা হয়নি।

এদিকে কোম্পানি ফোনটির সাথে ১২ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। কানেক্টিভিটির জন্য Nokia C21 Pro ফোনে সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিএনএসএস, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।