ইলেকট্রিক অটো লঞ্চ করে রোজগার বাড়ানোর দিশা দেখাল Omega, এক চার্জেই 117 কিমি রেঞ্জ

ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility বা OSM) গ্রামাঞ্চল এবং মফস্বলের জন্য ইলেকট্রিক কার্গো অটো এনেছে এক বছরের কিছুটা বেশি সময় হল। এবারে তারা শহরাঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে যাত্রী পরিবহণের জন্য নতুন বৈদ্যুতিক তিন চাকা গাড়ি লঞ্চ করল। যার নাম – OSM Stream City। দুটি কনফিগারেশনে এসেছে এটি। যার মধ্যে সোয়াপেবল ব্যাটারি যুক্ত Stream City ATR এর দাম ১.৮৫ লাখ টাকা এবং ফিক্সড ব্যাটারি সহ Stream City A85 এর দাম ৩.০১ লাখ টাকা। দুটিই এক্স-শোরুম মূল্য

Omega Seiki Mobility যাত্রী পরিবহণের ই-রিকশা লঞ্চ করল

Stream City ATR এবং Stream City A85 ইলেকট্রিক প্যাসেঞ্জার থ্রি-হুইলার ফুল চার্জে যথাক্রমে ৮০ ও ১১৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এদিকে বর্তমানে Bajaj Auto, Piaggio, Mahindra and Mahindra, Euler Motors-এর মতো পানি গুলি মাঝারি গতির ইলেকট্রিক কার্গো ও প্যাসেঞ্জার ভেহিকেলের উপর কাজ করছে। এমতাবস্থায় ওএসএম ই-রিকশা লঞ্চ করল।

Stream City-র প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা উদয় নারাঙ্গ বলেন, “এর আগে আমরা কার্গো ইলেকট্রিক ভেহিকেল চালু করেছিলাম। এবারে এই মডেলটি লঞ্চের পর কার্গো ও প্যাসেঞ্জার – উভয় সেগমেন্টে আমাদের মডেল চালু হল।” এই মডেলটি বিক্রির লক্ষ্যের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, Stream এবং Stream City দুটিই চলতি আর্থিকবর্ষে ১০,০০০ ইউনিট এবং ২০২৪-২৫ -এ ২৫,০০০ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

নারাঙ্গ যোগ করেন, তাদের এই অটো রিকশা চালকদের উপার্জন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করবে। প্রসঙ্গত, সোয়াপেবল ব্যাটারিটি সান মোবিলিটি থেকে নেওয়া হয়েছে। যাদের স্টেশন থেকে ক্রেতারা দ্রুত ব্যাটারি এক্সচেঞ্জের পরিষেবা পাবেন। বর্তমানে ভারতে ১৭৫-এর বেশি ডিলারশিপ রয়েছে তাদের। ওএসএম সহজ মাসিক কিস্তি অটোরিকশা ক্রেতাদের হাতে তুলে দিতে Indian Bank, IDFC, Chhattisgarh Gramin Bank ও Shriram Transport-এর মতো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়েছে।