আগামী বছরে ভারতে আসতে পারে Yamaha 2021 MT-09

Yamaha এবার তাদের MT 09 মডেলের আপডেটেড ভার্সান 2021 MT-09 বাজারে আনতে চলেছে। কেবিএ অর্থাৎ জার্মান ফেডারেল মোটর ট্রান্সপোর্ট অথোরিটি থেকে ফাঁস হওয়া একটি প্রতিবেদন থেকে একথা জানা গেছে।

Euro 5 আপডেটেড 2021 MT-09 মডেলটি ইতিমধ্যে ধোঁয়া নির্গমনের পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। কেবিএ দ্বারা সেটার ফলাফল 890D কোডনেমে প্রকাশিত হয়েছে।

এবার যেহেতু ইয়ামাহার বর্তমান MT-09 মডেলটির কোডনেম 850D, সেক্ষেত্রে অনুমান করা যায়, 2021 MT-09 তার পূর্বসুরি মডেলের তুলনায় আরো শক্তিশালী ইঞ্জিন পেতে চলেছে। MT-09 এর ৮৪৭ সিসির থ্রী সিলিন্ডার ইঞ্জিন ১১২ বিএইচপি শক্তি উৎপন্ন করতো। আসন্ন আপডেটেড মডেলটি সেখানে ৮৯০-৯০০ সিসির ইঞ্জিন পেতে পারে যার পাওয়ার আউটপুট হবে ১২০ বিএইচপি।

Yamaha 2021 MT-09 বাইকের আর্ন্তজাতিক লঞ্চ এবং ভারতে এটি কবে আসবে বা সম্ভাব্য দাম নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায় নি। এবার যেহেতু সংস্থা BS6 ভ্যারিয়েন্টে MT 09 এখনো ভারতে লঞ্চ করে নি, সেহেতু বলা যায়, Yamaha 2021 MT-09 বাইকটি আগামী বছরে ভারতের বাজারেও উপলব্ধ হবে৷