Apple iPad ও Galaxy Tab-কে চাপে ফেলতে Google আনছে Pixel Tablet, ফিচার কেমন

গুগল (Google) যে বিগত কয়েকমাস ধরেই নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ওপর কাজ করছে, সেটা আর কোনও গোপন বিষয় নয়। এমনকি, কোম্পানি গত মে মাসে অনুষ্ঠিত তাদের গুগল আই/ও (Google I/O) ইভেন্টে ট্যাবটিকে প্রদর্শনও করেছিল। যদিও, গুগল এখনও এটির লঞ্চের কোনও নির্দিষ্ট টাইমলাইন প্রকাশ করেনি। তবে মনে করা হচ্ছে এই নতুন ট্যাবলেটটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে। কেননা, Google Pixel ট্যাবলেটের প্রোটোটাইপ এবং এর চার্জিং ডকটি ফেসবুক মার্কেটপ্লেসে দেখা গিয়েছে। প্রসঙ্গত, আগে গুগল জানিয়েছিল যে, Tensor G2 চিপসেট দ্বারা চালিত হবে Pixel Tablet, যা সংস্থার Pixel 7 সিরিজের স্মার্টফোনগুলিতেও ব্যবহার করা হয়েছে।

Google Pixel ট্যাবলেটকে দেখা গেল Facebook Marketplace-এ

এক টিপস্টার ফেসবুক মার্কেটপ্লেস থেকে পিক্সেল ট্যাবলেটের ফাঁস হওয়া ছবিটি টুইট করেছেন। বিক্রি করার পোস্টে বলা হয়েছে যে, প্রি-রিলিজ গুগল পিক্সেল ট্যাবলেটের সাথে স্পিকার ডকিং স্টেশন বিক্রি করে হচ্ছে। সেখানে দাম রাখা হয়েছে ৪০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩,০০০ টাকা৷ তবে, যেহেতু গুগল পিক্সেল ট্যাবলেটের দাম এখনও সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তাই ফেসবুকে উপলব্ধ প্রি-রিলিজ ট্যাবলেটের দাম লঞ্চের পর একই থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

গুগল পিক্সেল ট্যাব সম্ভবত এন্ট্রি-লেভেল আইপ্যাড এবং স্যামসাংয়ের প্রিমিয়াম ট্যাবলেট সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ট্যাবলেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা না গেলেও, গুগল এটা নিশ্চিত করেছে যে, এতে টেনসর জি২ প্রসসর থাকবে। যেহেতু একই চিপের সঙ্গে প্রিমিয়াম মডেল হিসালে পিক্সেল ৭ সিরিজ বাজারে এসেছে। তাই ওই ট্যাবলেটের দাম প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি হতে পারে বলে অনুমান।

এছাড়াও, গুগল তাদের একটি ব্লগে ঘোষণা করেছে যে, ট্যাবলেটটি চার্জিং স্পিকার ডকের সাথে ব্যবহার করা যাবে, যা ডিভাইসটিকে সবসময়ের জন্য চার্জড রাখে। ফলে ট্যাবলেটটি ২৪/৭ সহায়তা প্রদান করতে সক্ষম হবে এবং ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্রদান করবে৷ Google Pixel ট্যাবলেটটি ইউজারদের সমস্ত স্মার্ট হোম ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করতে দেবে, যাতে তারা ঘরের লাইট বন্ধ করতে পারেন এবং বিছানা থেকে না উঠেই প্রয়োজনীয় তাপমাত্রায় থার্মোস্ট্যাট সেট করতে পারেন৷