Samsung Galaxy F23: কুড়ি হাজারের মধ্যে দুর্দান্ত 5G ফোন, Snapdragon 765G প্রসেসরের সাথে মার্চেই লঞ্চ

চলতি বছরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ সিরিজের প্রথম স্মার্টফোন, Samsung Galaxy A03 ভারতের বাজারে লঞ্চ হয়েছে ক’দিন আগেই। তবে এখানেই না থেকে খুব শীঘ্রই দেশে F সিরিজের এক নতুন হ্যান্ডসেট নিয়ে আসতে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে তাদের আপকামিং মডেলটির নাম Samsung Galaxy F23।

সম্প্রতি ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইটে Galaxy F23-এর সাপোর্ট পেজ লাইভ করা, তারপর বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত হওয়া – প্রতিটি ঘটনা ইঙ্গিত করছিল ডিভাইসটি লঞ্চ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Samsung Galaxy F23 ভারতে কবে লঞ্চ হবে

জল্পনা বাড়িয়ে টাইমস অফ ইন্ডিয়া তাদের সূত্র উল্লেখ করে দাবি করেছে, স্যামসাং গ্যালাক্সি এফ২৩ মার্চের দ্বিতীয় সপ্তাহে এ দেশে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাবে।

Samsung Galaxy F23 এর ভারতে দাম কত হবে

ওই সূত্র আরও জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ২৩ এর মূল্য ভারতে ২০,০০০ টাকার মধ্যে রাখা হবে। প্রতিবারের মতো স্মার্টফোনটি স্যামসাংয়ের ওয়েবসাইট, ফ্লিপকার্ট/অ্যামাজন, এবং অনুমোদিত রিটেল স্টোরে পাওয়া যাবে।

Samsung Galaxy F23 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যা ৫জি সাপোর্ট করে৷ গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ও অন্তত ৬ জিবি র‍্যাম থাকবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ২৩ একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করবে বলে অনুমান। উল্লেখ্য, প্রতিবেদনটি সঠিক হলে হ্যান্ডসেটটির সম্পর্কে খুব তাড়াতাড়িই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।