iQOO 9T 5G: দেশের প্রথম Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফোন লঞ্চ হচ্ছে 2 আগস্ট

আইকো (iQOO) অবশেষে ভারতে তাদের বহু প্রতীক্ষিত iQOO 9T 5G হ্যান্ডসেটের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। ফোনটি এদেশে প্রথম Qualcomm Snapdragon 8+ Gen 1 মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত ডিভাইস হিসেবে আগামী ২ আগস্ট আত্মপ্রকাশ করতে চলেছে। স্বাভাবিকভাবেই তাই ভারতের আইকো অনুরাগীদের মধ্যে আসন্ন iQOO 9T-কে নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে। এটি ভারতের বাজারে OnePlus 10T-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে, যা আগামী ৩ অগাস্ট Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথেই উন্মোচিত হতে চলেছে। এর পাশাপাশি একটি নতুন রিপোর্টে iQOO 9T 5G-এর সকল স্টোরেজ ভ্যারিয়েন্টের দামগুলিও ফাঁস করা হয়েছে। মনে করা হচ্ছে, এই আসন্ন আইকো ফ্ল্যাগশিপ ফোনটির প্রারম্ভিক মূল্য OnePlus 10T-এর প্রত্যাশিত মূল্যের অনুরূপ হবে।

iQOO 9T 5G ভারতে আসছে আগামী মাসের শুরুতেই

আইকো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২ আগস্ট দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর যুক্ত স্মার্টফোন হিসেবে বাজারে লঞ্চ হতে চলেছে আইকো ৯টি ৫জি। এই ফোনে ভিভো’র ভি১+ চিপটিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে সংস্থা।

আইকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আইকো ৯টি ৫জি একটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল অফার করবে। হ্যান্ডসেটটি হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে এবং এটি আইকো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India)-এর মাধ্যমে কেনা যাবে।

ভারতে আইকো ৯টি ৫জি-এর সম্ভাব্য মূল্য (iQOO 9T 5G Expected Price in India)

প্রাইসবাবা (Pricebaba)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইকো ৯টি ৫জি দুটি মেমরি কনফিগারেশনে ভারতের বাজারে পা রাখবে। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হবে ৪৯,৯৯০ টাকা এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৫৪,৯৯০ টাকা নির্ধারণ করা হবে। তবে এই দামগুলির মধ্যে ১,০০০ টাকার হেরফের হতে পারে। এছাড়াও, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, উভয় মডেলই ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। প্রসঙ্গত, প্রাইসবাবা তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে ফাঁস করেছে যে, ভারতে আসন্ন ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনটির দাম শুরু হবে ৪৯,৯৯৯ টাকা থেকে।

উল্লেখ্য, iQOO 9T 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে, যার সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, আইকোর এই ফ্ল্যাগশিপ ফোনটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লের ওপরে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 9T 5G ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। শোনা যাচ্ছে যে, এটি চলতি সপ্তাহের শুরুতে চীনে লঞ্চ হওয়া iQOO 10 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে।