Android Phone: কখনও হ্যাক হবে না, সবচেয়ে নিরাপদ সেরা 5 অ্যান্ড্রয়েড ফোনের লিস্ট দেখে নিন

নিরাপদ অ্যান্ড্রয়েড ফোনগুলির তালিকায় আছে Google Pixel 7a, Asus Zenfone 10, Samsung Galaxy A54 5G, Google Pixel 7 Pro, Samsung Galaxy S23 Ultra -এর নাম।

বর্তমানে যেভাবে অনলাইন স্ক্যাম বাড়ছে সেক্ষেত্রে সমস্ত ধরনের অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) সম্পূর্ণ নিরাপদ নয়। তবে কিছু ফোন আছে যেগুলি হাই সিকিউরিটি ফিচার সহ লঞ্চ হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা এমনই পাঁচটি ফোনের সম্পর্কে জানাবো। এই তালিকায় আছে Google Pixel 7a, Asus Zenfone 10, Samsung Galaxy A54 5G, Google Pixel 7 Pro, Samsung Galaxy S23 Ultra -এর নাম।

হাই সিকিউরিটি ফিচারযুক্ত সেরা ৫ ফোনের তালিকা

Google Pixel 7a

Google Pixel 7a স্মার্টফোনের সাথে ৫ বছরের সিকিউরিটি আপডেট এবং তিনটি Android OS আপডেট অফার করা হবে। উল্লেখ্য, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ সহ লঞ্চ করা হয়েছে, আর এটি অ্যান্ড্রয়েড ১৬ পর্যন্ত আপডেট পাবে।

Asus Zenfone 10

আসুসের এই ডিভাইসের সাথে দুই বছরের ওএস আপডেট পাওয়া যাবে। আবার এই ফোনের সাথে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্টও করে।

Samsung Galaxy A54 5G

স্যামসাংয়ের এই ফোনের গ্রাহকেরা পেয়ে যাবেন চারটি অ্যান্ড্রয়েড ওএস আপডেট। অর্থাৎ ডিভাইসটি এখন অ্যান্ড্রয়েড ১৩ সহ লঞ্চ হওয়ায়, এতে অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতারা এই ডিভাইসের সাথে স্যামসাংয়ের নক্স সিকিউরিটির সুবিধাও পাবেন।

Google Pixel 7 Pro

অনেকেই গুগলের এই ফোনটিকে সবথেকে নিরাপদ স্মার্টফোন হিসেবে বিবেচনা করে থাকেন। এই অ্যান্ড্রয়েড ফোনে প্রতি মাসে সিকিউরিটি আপডেট আসে। এছাড়াও, ৩ মাস অন্তর একবার সিস্টেম আপডেটও পাওয়া যায়।

Samsung Galaxy S23 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কাস্টম স্কিনে চলে। এই ফোনটি চারটি নিশ্চিত অ্যান্ড্রয়েড আপডেট পাবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে। তাছাড়া, এই ফোনে স্যামসাং নক্স সিকিউরিটি উপলব্ধ।