অফ থাকলে ছবির ফ্রেম, অন করলে 75 ইঞ্চি টিভি! তাকলাগানো Frame TV নিয়ে হাজির Samsung

প্রযুক্তি সংস্থাগুলিকে প্রায়শই কোনও বিশেষ প্রোডাক্ট তৈরির জন্য নানা জনপ্রিয় ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজির সাথে একযোগে কাজ করতে দেখা যায়। পোকেমন-থিমযুক্ত Samsung Galaxy Buds 2 এবং Buds 2 Pro-এর কেস বা Realme 10 Pro Coca-cola Edition তেমনই সব উৎকৃষ্ট উদাহরণ। আর এখন, স্যামসাং আবারও একই ধরনের পার্টনারশিপের সাথে নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে। উচ্চ জনপ্রিয়তার কারণে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের Frame Disney100 Edition-এর স্মার্ট টেলিভিশনটি পুনরায় ফিরিয়ে এনেছে। আসুন ডিজনির সঙ্গে হাত মিলিয়ে তৈরি এই স্যামসাং টেলিভিশনটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung ব্যাপক জনপ্রিয় Frame Disney100 Edition ফিরিয়ে এনেছে

প্রথমেই জানাই, স্যামসাং ‘দ্য ফ্রেম’ স্মার্ট টিভি একটি লাইফস্টাইল টেলিভিশন, যা বন্ধ অবস্থায় একটি ছবির ফ্রেমের মতো দেখতে লাগে। কোম্পানিটি সম্প্রতি ডিজনি (Disney)-এর সাথে এই টিভি মডেলের জন্য ‘ডিজনি১০০ এডিশন’ নামে একটি বিশেষ সিরিজ প্রকাশ করার জন্য একত্রে কাজ করেছে। ওয়ালপেপার হিসাবে জনপ্রিয় ডিজনি কনটেন্ট সমৃদ্ধ এই সংস্করণটি দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বিক্রি হয়ে যায়। উচ্চ চাহিদার কারণে, স্যামসাং পুনরায় এটিকে স্টক করার সিদ্ধান্ত নিয়েছে এবং আবারও আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রির জন্য অফার করছে।

জানিয়ে রাখি, ফ্রেম ডিজনি১০০ এডিশন হল একটি ৪কে কিউএলইডি (QLED) স্মার্ট টিভি, যাতে একটি বিশেষ ডিজনি-ব্র্যান্ডেড বেজেল, একটি মিকি মাউস-থিমের রিমোট এবং ১০০টি এক্সক্লুসিভ ডিজনি আর্টওয়ার্ক রয়েছে৷ টিভিতে আর্ট মোড সহ স্ট্যান্ডার্ড ফ্রেম টিভির মতো একই ফিচার রয়েছে। তবে, যখন টিভি দেখা হচ্ছে না, তখন ফ্রেম ডিজনি১০০ এডিশন একটি ফটো ফ্রেমের মতো ব্যবহারকারীর ঘরের শোভা বাড়াবে।

Samsung Frame Disney100 Edition তিনটি আকারে উপলব্ধ – ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি। এটি বর্তমানে স্যামসাংয়ের ওয়েবসাইট এবং নির্বাচিত রিটেলারের কাছে কেনার জন্য উপলব্ধ। তাই যারা ডিজনি ফ্যান বা একটি অভিনব ডিজাইনের প্রিমিয়াম টিভির খোঁজে রয়েছেন, তাদের জন্য Samsung Frame Disney100 Edition একটি দুর্দান্ত বিকল্প। তবে, এটি একটি সীমিত-সংস্করণের টিভি, তাই স্মার্ট টিভিটি কিনতে হলে একেবারেই সময় নষ্ট করলে চলবে না।