মাত্র ২৬৯০০ টাকায় iPhone 12, নিউ ইয়ারের অবিশ্বাস্য অফার, সুযোগ হাতছাড়া করবেন না

বছর শুরুতেই আইফোন প্রেমীদের জন্য রয়েছে বিরাট সুখবর! Apple সংস্থার প্রিমিয়াম রিসেলার কোম্পানি Imagine ভারত জুড়ে অবস্থিত তাদের সমস্ত স্টোরে ২০২০ সালে আগত iPhone 12 মডেলকে ২৭,০০০ টাকারও কম দামে বিক্রি করার ঘোষণা করেছে। জানিয়ে রাখি, Apple -এর অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি এখন ৫৯,৯০০ টাকায় তালিকাভুক্ত রয়েছে। আর এর পূর্বে কখনো উল্লেখিত মডেলকে এতটা কম দামে বিক্রির জন্য উপলব্ধ করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই বিশাল পরিমাণ ডিসকাউন্ট দেখে বলতেই হচ্ছে যে, এটি একটি ‘ওয়ান্স-ইন-এ -লাইফ-টাইম’ অফার। তবে যেহেতু এটি একটি ‘নিউ ইয়ার’ অফার তাই সীমিত সময়ের জন্যই বৈধ থাকবে। যদিও Imagine স্টোরের পক্ষ থেকে কোনো টাইমলাইন প্রকাশ করা হয়নি। যাইহোক আপনি যদি এই ডিল সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এইভাবে সবথেকে সস্তায় কিনুন Apple iPhone 12

অ্যাপল আইফোন ১২ মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৯,৯০০ টাকা। কিন্তু এটিকে এখন অ্যাপলের অফিসিয়াল রিসেলার স্টোর, Imagine -এর মাধ্যমে ভারতে মাত্র ২৬,৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই বিশাল পরিমাণ ডিসকাউন্টের মধ্যে নানাবিধ অফার অন্তর্ভুক্ত রয়েছে। যেমন, আপনি যদি HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তবে ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন।

অন্যদিকে, পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করলে ২০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু হস্তগত করতে পারবেন৷ শুধু তাই নয়, Imagine স্টোরে প্রতিটি ট্রেড-ইন ভ্যালু পিছু অতিরিক্ত ভাবে ৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও অফার করা হচ্ছে। অতএব এই পুরো ট্রেড-ইন ভ্যালু এবং ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের পর আইফোন ১২ মডেলটিকে মোট ৩৩,০০০ টাকা ছাড় সহ মাত্র ২৬,৯০০ টাকায় কিনে নেওয়া যাবে।

প্রসঙ্গত, আইফোন ১২ মডেলের ১২৮ জিবি স্টোরেজ অপশনকে এখন উপরে উল্লেখিত যাবতীয় অফারের সাথে ৬৪,৯০০ টাকার পরিবর্তে মাত্র ৩১,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

নতুন প্রজন্মের আইফোন ছেড়ে কি iPhone 12 কেনা উচিত হবে?

এখন প্রশ্ন হল বাজারে যেখানে আইফোন ১৩ (iPhone 13) এবং আইফোন ১৪ (iPhone 14) মডেল বিদ্যমান আছে, সেখানে পুরোনো প্রজন্মের আইফোন ১২ কেনা কতটা যুক্তিসঙ্গত। চলুন এর উত্তর দেখে নেওয়া যাক এবার…

প্রথমত, আইফোন ১৩ এবং ১৪ মডেলের ন্যায় আইফোন ১২ এও ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে বর্তমান।

দ্বিতীয়ত, আইফোন ১৩ এবং ১৪ -এ সমন্বিত প্রসেসরের থেকে এক প্রজন্ম পুরোনো চিপসেট অর্থাৎ এ১৪ বায়োনিক আইফোন ১২ মডেলে পাওয়া যাবে। কিন্তু তাসত্ত্বেও এই শক্তিশালী প্রসেসর মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করতে সক্ষম।

তৃতীয়ত, আইফোন ১২, আইফোন ১৩ এবং আইফোন ১৪ মডেল তিনটির ক্যামেরা কনফিগারেশন অনুরূপ। অর্থাৎ প্রত্যেকটি ফোনের রিয়ার প্যানেলে – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে৷ আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, তিনটি ফোনই ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার অফার করে। যদিও আইফোন ১২ -এর সেলফি সেন্সরটি সিনেমাটিক মোড এবং অটোফোকাস মোড সাপোর্ট করে না। তাসত্ত্বেও চমৎকার সেলফি ক্লিক করতে সক্ষম।

চতুর্থত, আইফোন ১২ মডেলের ব্যাটারি ক্যাপাসিটি আইফোন ১৩ এবং আইফোন ১৪ মডেলের থেকে তুলনায় কম শক্তিশালী। অর্থাৎ এই বিভাগে আপনাকে একটু আপস করতে হতে পারে। কিন্তু জানিয়ে রাখি, তিনটি মডেলেই ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

পঞ্চমত, ২০২৭ সাল পর্যন্ত আইফোন ১২ মডেলের জন্য সফ্টওয়্যার সাপোর্ট অফার করা হবে বলে আগেই ঘোষণা করেছিল অ্যাপল, যা অত্যন্ত লাভজনক ডিল।

ষষ্ঠত, আইফোন ১২ ইতিমধ্যেই ৫জি আপডেট পেয়েছে এবং ভারতে সমস্ত ৫জি ব্যান্ড সমর্থন করে৷

সর্বোপরি, ২৭,০০০ টাকার প্রাইস রেঞ্জে আইফোন ১২ সিরিজের মডেল কেনা যথেষ্টই লাভজনক। কেননা এই দামে উপলব্ধ অ্যান্ড্রয়েড ফোনগুলির থেকে অনেক হাই-এন্ড ফিচার অফার করবে অ্যাপল ফোনটি।

অতএব ২৬,৯০০ টাকার বিনিময়ে আইফোন ১২ কেনা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে আপনার জন্য। তাই এই অফার একদমই হাতছাড়া করবেন না।