ইলন মাস্কের ইউ টার্ন, ফিরিয়ে আনা হচ্ছে বহিষ্কৃত Twitter কর্মীদের

মার্কিন যুক্তরাষ্ট্রে, টুইটার (Twitter) নতুন ব্লু টিক ভেরিফিকেশন পরিষেবা চালু করার কাজ পিছিয়ে দিল। আগামীকাল অর্থাৎ ৮ নভেম্বর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের জন্য মধ্যবর্তী নির্বাচনের পর তারা ব্লু টিক ভেরিফিকেশন পরিষেবা চালু করবে বলে জানা গেছে এবং এরজন্য Twitter ব্যবহারকারীদের ৮ ডলার চার্জ করা হবে ৷ নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের কারণে কোম্পানিটি এখনো এই পরিষেবা চালু করতে পারেনি। মঙ্গলবার, রাষ্ট্রপতি জো বাইডেনের রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে কারা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ করবে তা নির্ধারণ করা হবে।

Twitter এখন বরখাস্ত হওয়া কিছু কর্মচারীকে ফিরিয়ে আনছে

এদিকে, টুইটারের মালিকানা পাওয়ার পর ইলন মাস্ক (Elon Musk) যেভাবে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিলেন, সেখান থেকে এখন সরে আসছে বলে নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে। জানা গেছে, আমেরিকার ধনকুবের এখন বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন। আপাতত আমেরিকায় অনেক কর্মীকে আবার কাজে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মাস্ক গত ২৮ অক্টোবর ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন। এরপর তিনি জানান, টুইটারের ব্লু টিকের জন্য এখন ইউজারদের ৮ ডলার প্রতিমাসে খরচ করতে হবে। তিনি বলেছেন, শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতে টুইটার ব্লু টিক ভেরিফিকেশন পরিষেবা চালু করা হবে।