Poco X2 স্মার্টফোন ব্যবহার করেন? ডাউনলোড করুন MIUI 12.5 আপডেট

Xiaomi-র থেকে পৃথক হয়ে স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করার পর Poco X2 ছিল Poco-র প্রথম স্মার্টফোনের নাম। পাশাপাশি Poco X2-এর হাত ধরে এই প্রথম রিব্র্যান্ডিংয়ের খাতায় নাম তুলেছিল Poco৷ Redmi K30 4G ফোনটি রিব্রান্ডেড করে ভারতে এনেছিল আনা। এদেশে লঞ্চ হওয়ার প্রায় দেড় বছরের মাথায় Xiaomi-র মোবাইল সফটওয়্যারের লেটেস্ট ভার্সন Poco X2-তে রোলআউট হল। Poco X2 ব্যবহারকারীরা এখন MIUI 12.5 কাস্টম স্কিনের আপডেট পাচ্ছে।

Poco X2 ফোনে এল MIUI 12.5 আপডেট

ডিসেম্বরে শেষান্তে Mi 11 ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ ইভেন্টে শাওমি তাদের লেটেস্ট কাস্টম রম ভার্সন MIUI 12.5 উন্মোচন করে। যদিও গত মার্চ থেকে তারা এটির স্টেবেল বিল্ড আপডেট রোলআউট করা আরম্ভ করে।

Poco X2 স্মার্টফোনে V12.5.1.0.RGHINMXM বিল্ড নম্বরে MIUI 12.5 আপডেট আসছে। তবে এই মুহূর্তে, আপডেটটি স্বল্প সংখ্যক Poco X2 ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ সফটওয়্যার বিল্ডটিকে স্টেবেল বিটা হিসেবে উল্লেখ করা হয়েছে। সহজ ভাষায় বললে এটি ব্যাচ ধরে রোলআউট করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক Poco X2 ইউজার MIUI 12.5 আপডেট পেয়ে যাবে।

উল্লেখ্য, খুব শীঘ্রই Xiaomi-র মোবাইল সফটওয়্যারের নতুন ভার্সন MIUI 13 ঘোষণা হতে পারে। শেষ দু’বছরে লঞ্চ হওয়া প্রতিটি Xiaomi, Redmi, ও Poco হ্যান্ডসেটে এটি রোলআউট হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সুতরাং, Poco X2 ব্যবহারকারীরাও MIUI 13 আপডেট পাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন