iPhone SE 2022 নাকি বড় ডিসপ্লের iPhone 11 বা iPhone XR, প্রায় একই দামে কোনটি কেনা লাভজনক

গতকাল অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি ‘Apple Peek Performance’ ইভেন্টে আত্মপ্রকাশ করে বহুল চর্চিত Apple iPhone SE (2022)। এটিকে বিদ্যমান Apple iPhone SE (2020) ফোনের আপগ্রেড ভার্সন এবং সংস্থার দাবি অনুযায়ী ভারতের সবচেয়ে সস্তা 5G কানেক্টিভিটির আইফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে, এই নবাগতের বাহ্যিক ডিজাইন পূর্বসূরির অনুরূপ, যাকিনা মূলত iPhone 8 মডেলে প্রথম দেখা গিয়েছিল। এছাড়া, সংস্থার লেটেস্ট এ১৫ বায়োনিক চিপসেট, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও আইওএস ১৫ অপারেটিং সিস্টেম উপলব্ধ থাকছে এই Apple -এর এই নয়া হ্যান্ডসেটে। কিন্তু এই নবাগতের দাম সংস্থার পোর্টফোলিওতে উপস্থিত অন্যান্য মডেলের তুলনায় কম হলেও, ২০১৮ সালে লঞ্চ হওয়া iPhone XR এবং ২০১৯ সালে আগত iPhone 11 ফোনের উপর ই-কমার্স সাইট Amazon ও Flipkart এমন কয়েকটি বিশেষ অফার দিচ্ছে যে, উক্ত হ্যান্ডসেটগুলিকে সর্বনিম্ন ১৪,৯৫০ টাকায় কিনে নেওয়া যাবে। এছাড়া, নয়া আইফোনের থেকে বিদ্যমান মডেলগুলির ডিসপ্লে ফিচার অধিক আকর্ষণীয়। যদিও প্রসেসর বা ওএস এর দিক থেকে নবাগত অনেকটাই এগিয়ে। এমত পরিস্থিতিতে, সদ্য আগত iPhone SE (2022) নাকি একদা প্রখ্যাত iPhone XR এবং iPhone 11, কোন Apple ডিভাইসটি সর্বাধিক সেরা তা এখন আলোচ্য বিষয়। তাই আজ আমরা উল্লেখিত ফোন-ত্রয়ীর মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করবো।

iPhone SE (2022) vs iPhone XR vs iPhone 11: দাম

সদ্য লঞ্চের মুখ দেখা, আইফোন এসই (২০২২) -এর ভারতে প্রারম্ভিক মূল্য থাকছে ৪৩,৯০০ টাকা। এই দাম ফোনটির ৬৪ স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৪৮,৯০০ টাকা এবং ৫৮,৯০০ টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, আইফোন এক্সআর ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ৩৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে, শপিং সাইটের তরফ থেকে দেওয়া ৭,৯০১ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ৫% ক্যাশব্যাক অফারের লাভ ওঠাতে পারলে এটিকে মাত্র ২০,০৯৯ টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি উক্ত দুটি অফারের অ্যাক্সেস শুধুমাত্র Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডাররাদেরই দেওয়া হবে। এছাড়া, ১৪,৮০০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে, ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে মাত্র ১৬,১০০ টাকায় কিনে নেওয়া যাবে। অন্যদিকে, মডেলটির ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ফ্লিপকার্টে ৪৪,৯৯৯ টাকার বদলে ৩৪,৩৪৯ টাকায় বিক্রি করা হচ্ছে এখন। তবে, ১৪,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো গেলে, এটিকে মাত্র ১৯,৫৪৯ টাকায় কিনে নেওয়া যাবে। আবার, এই একই মডেল ই-কমার্স সাইট অ্যামাজনে ৪২,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলভ্য। তবে, ১,৫০০ টাকার (১০%) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ১৪,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের পর এটিকে সর্বনিম্ম ২৫,৫৪৯ টাকায় পকেটস্থ করে নেওয়া যাবে।

২০১৯ সালে লঞ্চ হওয়া আইফোন ১১ -এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯০০ টাকা। এটিকে অ্যামাজন থেকে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ৪,০০০ টাকার ক্যাশব্যাক এবং ১৪,৯৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। যারপর, ফোনটিকে ২৯,৯৫০ টাকায় কিনে নেওয়া যাবে। আবার, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের পর মাত্র ৩৯,৯৫০ টাকায় কেনা সম্ভব। অপরপক্ষে, ফ্লিপকার্টে আইফোন ১১ -এর ৬৪ জিবি স্টোরেজ এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৫% ক্যাশব্যাক সহ যথাক্রমে ৪৭,৪০৫ টাকা এবং ৫২,১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। উভয় মডেলের সাথে ১৭,৮০০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু অফার করা হবে। যারপর, ৬৪ জিবি স্টোরেজ অপশনকে ২৯,৬০৫ টাকায় এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ৩৪,৩৫৫ টাকায় পকেটস্থ করা যাবে।

iPhone SE (2022) vs iPhone XR vs iPhone 11: ডিসপ্লে

আগেই বলেছি, নবাগত আইফোন এসই (২০২২) এর বাহ্যিক ডিজাইন পূর্বসূরি আইফোন এসই (২০২০) ফোনের ন্যায় এক সমান। এক্ষেত্রে, এই নয়া আইফোনে একটি ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬২৫ নিট পিক ব্রাইটনেস ও ৩২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে।

অন্যদিকে, বিদ্যমান আইফোন ১১ এবং আইফোন এক্সআর উভয় ফোনেই ৬২৫ নিট পিক ব্রাইটনেস ও ৩২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি যুক্ত ৬.১ ইঞ্চির লিকুইড রেটিনা এইচডি (৮২৮x১,৭৯২ পিক্সেল) IPS ডিসপ্লে পাওয়া যাবে।

iPhone SE (2022) vs iPhone XR vs iPhone 11: প্রসেসর, অপারেটিং সিস্টেম, স্টোরেজ

ইন্টারনাল স্পেসিফিকেশনের কথা বললে, গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৩ -এর মতো আইফোন এসই (২০২২) ফোনেও অ্যাপলের লেটেস্ট এ১৫ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, আইফোন ৮ এর তুলনায় উক্ত ফোনটি ১.৮% দ্রুত সিপিইউ পারফরম্যান্স দেবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৫ ভার্সনের সাপোর্ট পাওয়া যাবে। এই মডেলে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।

অন্যদিকে, আইফোন এক্সআর এ১২ বায়োনিক চিপসেট সহ এসেছে এবং এটি আইওএস ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর, আইফোন ১১, এ১৩ বায়োনিক প্রসেসরের সাথে সজ্জিত হয়ে এসেছে এবং এটি আইওএস ১৩ ওএসে চলবে। উক্ত দুটি ফোনই ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

iPhone SE (2022) vs iPhone XR vs iPhone 11: ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য iPhone SE 2022 ফোনের পিছনে দেখা যাবে এফ/১.৮ লেন্স সহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা, যা পূর্বসূরি আইফোন এসই ২০২০ -তেও বর্তমান। যদিও, অ্যাপলের দাবি অনুযায়ী, উত্তরসূরীর রিয়ার ক্যামেরা ডিপ ফিউশন প্রযুক্তি সহ এসেছে। এতে ৬০ এফপিএস-এ ৪কে (4K) ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাটি স্যাফেরায় ক্রিস্টাল লেন্স কভার দ্বারা সুরক্ষিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উক্ত হ্যান্ডসেটটি ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

নবাগত মডেলটির অনুরূপ, আইফোন এক্সআর ফোনেও ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। তবে, আইফোন ১১ -এ ডুয়েল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এগুলি হল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার। আর ডিভাইসের সামনে থাকবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

iPhone SE (2022) vs iPhone XR vs iPhone 11: কানেক্টিভিটি, সেন্সর, ব্যাটারি

আইফোন এসই (২০২২) মডেলে কানেক্টিভিটির জন্য আছে, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস ও লাইটিনিং পোর্ট। সিকিউরিটির জন্য এতে টাচ আইডি উপলব্ধ, আর সাথে বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই নয়া ফোনে কত এমএএইচ ব্যাটারি রয়েছে তা জানা যায়নি। তবে এটি কিউআই স্ট্যান্ডার্ড ওয়্যারলেস চার্জিং এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আইফোন এক্সআর এবং আইফোন ১১, উভয় ফোনেই 4G কানেক্টিভিটি এবং সিকিউরিটি ফিচার হিসাবে ফেস আইডি প্রযুক্তি উপলব্ধ। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য আইফোন এক্সআর হ্যান্ডসেটে ১৫ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ২,৯৪২ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে। অন্যদিকে, আইফোন ১১ ফোনে রয়েছে ৩,১১০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যাতে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তিনটি আইফোনেই ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন পাওয়া যাবে।