১০ হাজার টাকার কমে ভারতে আসছে Tecno Spark Power 2, থাকবে শক্তিশালী ব্যাটারি

বাজেট স্মার্টফোন কোম্পানি হিসাবে ইতিমধ্যেই ভারতে জনপ্রিয়তা পেয়েছে টেকনো। এবার কোম্পানিটি আরও একটি বাজেট স্মার্টফোন ভারতে আনছে। নতুন এই ফোনের নাম হবে Tecno Spark Power 2। সম্প্রতি এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে টেকনো স্পার্ক পাওয়ার ২ এমাসের শেষের দিকে লঞ্চ হবে। ফোনটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

এছাড়াও Spark Power 2 ফোনটি অফলাইনেও পাওয়া যাবে। এই ফোনে কোম্পানি ফাস্ট চার্জিংয়ের সাথে শক্তিশালী ব্যাটারি দেবে। এছাড়াও ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে। এই ফোনের দাম ১০,০০০ টাকার মধ্যে থাকবে। টেকনোর এই ফোন Spark 5 এর আপগ্রেড ভার্সন হবে। কিছুদিন আগে এই ফোনটিকে ভারতে ৭,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়। এছাড়া Tecno Spark Power 2 সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

Tecno Spark 5 স্পেসিফিকেশন :

টেকনো স্পার্ক ৫ ফোনটির স্পেসিফিকেশন ও ফিচারের কথা বললে এতে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.২ শতাংশ এবং স্ক্রিন রেজুলেশন ৭২০x১৬০০ পিক্সেল। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনটি ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর মিডিয়াটেক প্রসেসরের সাথে এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে পাবেন এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও অন্য ক্যামেরাগুলি হল ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর । সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ারের কথা বললে এতে পাবেন ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এতে 4G, VoLTE সাপোর্ট ও ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *