Price Hike: জানুয়ারি থেকে ভারতে বাড়ছে এই সংস্থার মোটরসাইকেলের দাম

ইতালির কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা Ducati (ডুকাটি) আগামী ১ জানুযারি থেকে তাদের মোটরসাইকেলের দাম বৃদ্ধির ঘোষণা করল। এই বর্ধিত দাম সংস্থার সমস্ত মডেল এবং ভ্যারিয়েন্টের উপর প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে Ducati জানিয়েছে, হোম মার্কেটের পাশাপাশি ভারতে উপলব্ধ সংস্থার সকল মডেলের ক্ষেত্রেও এই একই নিয়ম খাটবে। অন্যদিকে দাম বাড়ানোর মুখ্য কারণ হিসেবে কাঁচামালের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। এছাড়াও অন্যান্য প্রাকৃতিক জিনিসপত্রের দাম বাড়ার কথাও উল্লেখ করেছে Ducati।

এই মূল্যবৃদ্ধি এক্স-শোরুম প্রাইসের উপর কার্যকর হবে। উল্লেখ্য, সংস্থাটির ভারতীয় শাখা নভেম্বরে Ducati Panigale V4 ফ্ল্যাগশিপ সুপার বাইকটি এ দেশের বাজারে নিয়ে এসেছে। আবার ডুকাটি হাইপারমোটার্ড ৯৫০ (Ducati Hypermotard 950) লিমিটেড এডিশনের স্ক্র্যাম্বলার বাইকটিও গত মাসেই লঞ্চ হয়েছে ভারতে। কাজেই এই নতুন দুটি মডেলের টু-হুইলারের দামও বাড়তে চলেছে বলেই অনুমান।

পাশাপাশি ডেজার্ট এক্স (Ducati DesertX), ৯৩৭ সিসি-র মোটরবাইকটি সর্বসমক্ষে এনেছে সংস্থাটি। যাতে রয়েছে টেস্টাস্ট্রেট্টা (Testastretta) এল-টুইন ইঞ্জিন, এর থেকে ৯,২৫০ আরপিএমে ১০৮ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ৯২ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ভারতের বাজারে ২০২২-এ আনা হবে।

সংস্থা সূত্রে খবর, ২০২২ (MY22) সংস্করণের সমস্ত মডেলের বাইকই ভারতে আত্মপ্রকাশ করবে। একই সাথে এদেশে Ducati Riding Experience নিয়ে আসার রূপরেখা তৈরি করছে কোম্পানিটি। এদিকে আগামী বছরে Ducati Multistrada V2 বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে খবর।