কবে বাজারে আসবে Samsung Galaxy S21 সিরিজ, সামনে এল লঞ্চের তারিখ

বিগত কয়েকবছর ধরেই বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডগুলি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় প্রতি সপ্তাহেই, কোনো না কোনো ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কথা সামনে আসছে। ইতিমধ্যেই জানা গেছে জনপ্রিয় টেক ব্র্যান্ড Samsung, তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S21-এর ওপর কাজ শুরু করেছে। যদিও এতদিন এই সিরিজ কবে লঞ্চ হবে তা জানা যায়নি। কিন্তু সম্প্রতি জনপ্রিয় টিপস্টার Jon Prosser, একটি টুইট পোস্টে Samsung Galaxy S21 এর লঞ্চ ডেট ও অন্যান্য বেশকিছু তথ্য সামনে আনলেন।

জনের টুইট অনুযায়ী, ২০২১ সালের ১৪ই জানুয়ারীতে ‘Galaxy Unpacked’ নামক ইভেন্টের আয়োজন করবে স্যামসাং। ওই ইভেন্টেই Galaxy S21 সিরিজের তিনটি নতুন ফোন – Samsung Galaxy S21, Samsung Galaxy S21+, Samsung Galaxy S21 Ultra লঞ্চ হতে পারে। আবার ওই দিন থেকেই ফোনগুলির প্রি-বুকিং করা যাবে। এরপর ২৯ শে জানুয়ারী অর্থাৎ ইভেন্টের প্রায় দুসপ্তাহ পর এই হ্যান্ডসেটগুলির বিক্রি শুরু হবে।

এছাড়া জন তার টুইট পোস্টে ফোনগুলি কালো, সাদা, রুপোলি, বেগুনি এবং গোলাপী রঙে আসবে বলে দাবি করেছেন। তবে তিনটি স্মার্টফোনই এই সমস্ত রঙে পাওয়া যাবে কিনা সেসম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

প্রসঙ্গত, গত মাসে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল নামের পোর্টালটিও জানিয়েছিল, Samsung তার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S21-এর উৎপাদনের কাজ শুরু করেছে এবং এটি আগামী বছরের জানুয়ারিতে এটি বাজারে আসতে পারে। ওই পোর্টালের রিপোর্টেও দাবি করা হয়েছিল যে, সংস্থাটি নতুন সিরিজে একটি স্ট্যান্ডার্ড মডেল, একটি প্লাস মডেল এবং একটি আল্ট্রা মডেল আনবে।

সুতরাং সব রিপোর্ট কে এক করে বলাই যায় যে, আগামী বছরের প্রথম মাসেই আমরা Samsung এর একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ দেখতে পাব, তবে আপাতত আগ্রহীদের স্যামসাংয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে! এই সিরিজ সম্পর্কে যাবতীয় আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।