IPL 2024: উদ্বোধনী ম্যাচে আজ ধোনি-কোহলি, কেমন‌ থাকবে‌ আবহাওয়া, কেমন হবে দুই দলের একাদশ, জানুন

আজ থেকে শুরু ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত লিগ আইপিএলের (IPL 2024)। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Chennai Super Kings vs Royal Challengers Bangalore)। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৮ টা। তবে তার আগে রয়েছে উদ্ধোধনী অনুষ্ঠান, যা শুরু হবে ৬.৩০ টা থেকে।

আবহাওয়া রিপোর্ট (Weather Report):

আজ চেন্নাইয়ের আবহাওয়া ভক্তদের জন্য কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে৷ আজ সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের সময় আকাশ পরিস্কার থাকবে। ওখানকার তাপমাত্রা থাকবে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ১৮ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে।

পিচ রিপোর্ট (Pitch Report):

চেন্নাইয়ের পিচ বরাবরই স্পিনারদের জন্য অনুকূল। এখানে ব্যাটিংয়ে খুব কম রান আসে। ব্যাটারদের জন্য খুব স্লো এই পিচ। এখানে ১৬ বছরের আইপিএল ইতিহাসে মাত্র ৪ বার ২১০ রানের বেশি রান হয়েছে। যাই হোক, স্পিনারদের পাশাপাশি পেসাররাও বেশ সুবিধা পাবেন এই পিচে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (Probable XI Of CSK):

রুতুরাজ গায়কওয়াড (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে (ইম্প্যাক্ট প্লেয়ার), মঈন আলি, ড্যারেল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহিশ থিকশানা, তুষার দেশপান্ডে (ইম্প্যাক্ট প্লেয়ার)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (Probable XI OF RCB):

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহীপাল লোমরর, আকাশ দীপ, কর্ণ শর্মা (ইম্প্যাক্ট প্লেয়ার), মহম্মদ সিরাজ, রিস টপলি, সুয়াশ প্রভুদেশাই (ইম্প্যাক্ট প্লেয়ার)।

লাইভ স্ট্রিম কোথায় দেখবেন? (Where To Watch Live Stream):

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচসহ আইপিএল ২০২৪ এর প্রত্যেকটি ম্যাচ টিভিতে সম্প্রসারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এছাড়া মোবাইলে আইপিএল দেখতে হলে আপনাকে জিও সিনেমা অ্যাপ রেজিস্ট্রার করতে হবে। তাহলে সেখান থেকে বিনামূল্যে খেলা দেখার সুবিধা পাবেন।