Realme Q3 শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি সহ শীঘ্রই আসছে, দাম রাখা হবে সাধ্যের মধ্যে

Realme এর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করা নিয়ে বেশ কিছু দিন ধরেই খবর সামনে আসছে। রিপোর্ট বলছে, মিড-রেঞ্জ সেগমেন্টে আপকামিং এই হ্যান্ডসেটটি রিয়েলমির Q সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। তাছাড়া এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ চিপসেট ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে।

চিনা টেক সাইট MyDrivers-ও খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, রিয়েলমি সুলভ অথচ শক্তিশালী একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ডাইমেনসিটি ১১০০ চিপসেট ব্যবহার করা হলেও ফোনটির দাম হবে ২,০০০ ইউয়ান, যা প্রায় ২৩,০০০ টাকার সমান। এক চাইনিজ মাইক্রোব্লগিং সাইট আবার জানিয়েছিল, ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। সেইসঙ্গে রিয়েলমি ফোনটির সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জার শিপিং করতে পারে।

রিয়েলমির এই ডিভাইসটির অফিসিয়াল নাম এখনও কনফার্ম করা যায়নি৷ তবে এটি Realme Q3 নামে বাজারে আসবে বলে জল্পনা চলছে। স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি, দুর্দান্ত ফোটোগ্রাফির জন্য Realme Q3 ফোনের রিয়ার প্যানেলে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ।

এছাড়া, Realme Q3 স্মার্টফোন UFS 3.1 স্টোরেজ, LPDDR4X র‌্যাম, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সহ বিভিন্ন কারেন্ট জেনারেশন স্পেসিফিকেশন সহ আসতে পারে। দাম অনুযায়ী ফোনটি দারুণ পারফরম্যান্স অফার করবে বলে মনে হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন