Honor Pad 9: ভারতে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে অনর, ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে!

অনর গত ডিসেম্বরে চীনে Honor Pad 9 ট্যাবলেট লঞ্চ করেছে। আবার ট্যাবটি যে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে, তা সিঙ্গাপুরের এক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার ভারতেও লঞ্চের জল্পনা উস্কে Honor Pad 9 এখন ভারতের বিআইএস (BIS India)-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে। ডিভাইসটি এদেশের বাজারেও শীঘ্রই প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে।

Honor Pad 9 পেল BIS-এর অনুমোদন

HEY2-W09 মডেল নম্বর সহ অনর প্যাড ৯ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে দেখা গিয়েছে। একই মডেল নম্বরের সাথে ট্যাবটি আগে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ যদিও বিআইএস অনর প্যাড ৯-এর ভারতীয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি, তবে চীনে লঞ্চ হওয়ার ফলে ট্যাবটির স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই।

Honor Pad 9-এর স্পেসিফিকেশন

অনর প্যাড ৯-এ ১২.১ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস, ৮৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। কোম্পানি দাবি করে যে ট্যাবটির গ্লেয়ার-ফ্রি ভিউয়িং ফ্রি এক্সপেরিয়েন্সের জন্য ৯৮ শতাংশ প্রতিফলিত আলো দূর করতে পারে। স্টাইলাস এবং কীবোর্ডের সাথেও কম্প্যাটিবল এটি।

পারফরম্যান্সের জন্য Honor Pad 9 Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ উপলব্ধ। ক্যামেরার ক্ষেত্রে, ট্যাবলেটটির পিছনে ১৩ মেগাপিক্সেলের সেন্সর সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান ৷ অডিওর জন্য, ডিভাইসটি আটটি স্পিকার দ্বারা সজ্জিত।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Pad 9-এ ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ম্যাজিক ওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে চলে। Honor Pad 9 তিনটি কালার অপশনে পাওয়া যায় – অ্যাজুর, হোয়াইট এবং গ্রে। কোম্পানি ভারতে ট্যাবলেটটির জন্য কোনও লঞ্চ টাইমলাইন বলেনি, তবে অনর এদেশে Honor X9b এবং Choice Earbuds X5 লঞ্চ করার বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছে।