ফ্রি-তে iPhone পেতে গিয়ে ৪ গুণ টাকা লস, WhatsApp স্ক্যামে মুম্বইয়ের যুবক খোয়ালেন 4.26 লাখ

আবারও অনলাইন জালিয়াতিতে কয়েক লাখ টাকা খোয়ালেন এক যুবক, ঘটনা সেই মুম্বইয়ের। ফ্রি-তে আইফোন জিততে গিয়েই বিভ্রাট!

ভারতে সাইবার স্ক্যাম ক্রমশ বেড়েই চলেছে, আর শত চেষ্টা করেও যেন এই ঘটনাকে সমূলে উৎপাটিত মানে একেবারে বন্ধ করা যাচ্ছেনা। প্রায়দিনই কেউ না কেউ অনলাইন মাধ্যমে প্রতারণার ফাঁদে পা দিয়ে কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন বলে খবরে শোনা যাচ্ছে, যেখানে এরকম দুর্ঘটনার শিকার হচ্ছেন উচ্চশিক্ষিত তথা উচ্চপদে কর্মরত ব্যক্তিরা। এমতাবস্থায় জালিয়াতির একটি নতুন ঘটনা সামনে এসেছে – সম্প্রতি মুম্বইয়ের এক ২৩ বছর বয়সী যুবক লাকি ড্রয়ে বিনামূল্যে আইফোন (iPhone) জিততে গিয়ে ৪.২৬ লক্ষ টাকা খুইয়ে বসেছেন। এক্ষেত্রে সমস্যার মূল WhatsApp!

WhatsApp-এ ৪ লাখ টাকার জালিয়াতির শিকার যুব

এমনিতে এখন তরুণ প্রজন্ম নেটমাধ্যমে খুবই সক্রিয় এবং বলতে গেলে সমস্ত ধরণের খুঁটিনাটি তথ্যই তাদের নখের দখলে থাকে। কিন্তু দ্য ফ্রি প্রেস জার্নালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২৩ বছর বয়সী মুম্বইয়ের এক যুবক হালফিলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান, যেখানে তিনি লাকি ড্রয়ে লেটেস্ট iPhone 14 Pro Max পেয়েছেন বলে প্রলোভন দেখানো হয়। পেশায় আসবাবপত্রের দোকানের মালিক ওই যুবক বিষয়টি বিশ্বাসও করে নেন এবং হোয়াটসঅ্যাপে প্রদত্ত নম্বরে যোগাযোগ করেন।

এক্ষেত্রে সেই নম্বরে কল করা মাত্র জালিয়াতরা তাঁকে পুরষ্কারের জন্য ট্যাক্স হিসেবে কিছু টাকা চায়। এমন করে মোট ৩৪টি ভিন্ন ভিন্ন ট্রানজাকশন করে প্রায় ৪.২৬ লাখ টাকা হারিয়ে ফেলার পর ওই যুবক বুঝতে পারেন যে তাঁকে প্রতারিত করা হচ্ছে। কারণ এরপরেও তিনি পুরস্কারও পাননি। অবশেষে তিনি থানায় যোগাযোগ করে মামলা দায়ের করেন।

এমন iPhone কেলেঙ্কারি হয়েছে Instagram-এও

প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাসে কার্যত এমনই একটি আইফোন কেলেঙ্কারি ঘটেছিল, যেখানে ইনস্টাগ্রামের মাধ্যমে কম দামে আইফোন কেনার চেষ্টা করতে গিয়ে প্রায় ২৯ লাখ টাকা হারিয়ে বসেন এক ব্যক্তি। এক্ষেত্রেও একটু একটু করে জালিয়াতদের টাকা ট্রানজাকশন করেছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।