Realme GT Neo 6 সিরিজের ব্যাটারি ও চার্জিং ফিচার ফাঁস হতেই সবার চক্ষু চড়কগাছ

রিয়েলমি (Realme) গত ফেব্রুয়ারিতে তাদের লেটেস্ট GT Neo 5 সিরিজটি উন্মোচন করার পর, বর্তমানে এর উত্তরসূরি মডেলগুলি লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। চলতি মাসের শেষের দিকে বা আগস্টের শুরুতেই ব্র্যান্ডটি বহুল প্রত্যাশিত GT Neo 6 সিরিজটি লঞ্চ করবে বলে জানা গেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি এখন চীনের 3C (CCC) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। সার্টিফিকেশনটি ডিভাইসগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এগুলির চার্জিং ক্ষমতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Realme GT Neo 6 পেল 3C-এর স্পেসিফিকেশন

RMX3820 এবং RMX3823 মডেল নম্বর সহ দুটি রিয়েলমি ডিভাইস চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এগুলি সম্ভবত রিয়েলমি জিটি নিও ৬ এবং রিয়েলমি জিটি নিও ৬ প্রো/২৪০ ওয়াট নামে বাজারে আসবে। মডেল দুটি যথাক্রমে 2023011606555333 এবং 2023011606555335 সার্টিফিকেট নম্বর সহ ৩সি সার্টিফিকেশন পেয়েছে। উভয় ডিভাইসই ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং VCBEJACH ও VCKCJACH মডেল নম্বর বহনকারী চার্জিং অ্যাডাপ্টারের সাথে এসেছে।

এছাড়াও, সার্টিফিকেশনটি প্রতিটি ডিভাইসের জন্য নির্দিষ্ট চার্জিং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। RMX3820 (সম্ভবত রিয়েলমি জিটি নিও ৬)-এ ডুয়েল-সেল ব্যাটারি থাকবে, যার একটি সেল ২,৫৪০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন (যার মোট ক্ষমতা হবে প্রায় ৫,২০০ এমএএইচ)। এছাড়া, এটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে, RMX3823 (সম্ভবত রিয়েলমি জিটি নিও ৬ প্রো/২৪০ ওয়াট)-ও ডুয়েল-সেল ব্যাটারির সাথে আসবে, যার একটি সেলের ক্ষমতা হবে ২,২২৫ এমএএইচ (মোট ক্ষমতা প্রায় ৪,৬০০ এমএএইচ)। এই ভ্যারিয়েন্টটি একটি সুপার-ফাস্ট ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।

Realme GT Neo 6-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

৩সি-এর পাশাপাশি, Realme GT Neo 6 সিরিজের হ্যান্ডসেটগুলি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে সম্প্রতি উপস্থিত হয়েছে, যা এই ডিভাইসগুলির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। লিস্টিং অনুযায়ী, উভয় স্মার্টফোনই একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ। এটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এছাড়াও, Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro-এ ১.৫কে (1.5K) অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে৷ সেলফির জন্য, এই হ্যান্ডসেটগুলির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। Realme GT Neo 6 সিরিজ হোয়াইট, টাইটানিয়াম এয়ার গ্রে এবং গ্রীন – এই চারটি কালার অপশনে পাওয়া যেতে পারে।