Google Pay FD: ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই করা যাবে ফিক্সড ডিপোজিট

জীবনের সঞ্চয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব যে ঠিক কতখানি তা সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে আমরা অধিকাংশই হাড়ে হাড়ে টের পেয়েছি। লকডাউনের দরুন কাজকর্মের অভাবে অনেক মানুষই তাদের সঞ্চিত অর্থের সাহায্যেই এই সময়টায় জীবনযাপন করতে বাধ্য হয়েছে। তাই যারা হয়তো এর আগে সঞ্চয়ের কোনো প্রয়োজনীয়তাই অনুভব করতেন না, তারাও এই পরিস্থিতির সম্মুখীন হয়ে বর্তমানে সঞ্চয় করা শুরু করেছেন। তবে আজকাল ব্যাঙ্ক বা পোস্ট অফিসে হাজারো নিয়মের জন্য অনেকেই এইসব জায়গায় যাওয়া এড়িয়ে চলেন, ফলে সঞ্চয় থেকেও তারা কয়েক ক্রোশ দূরে চলে যান। কিন্তু এবার কোথাও না গিয়ে ঘরে বসেই আপনি ফিক্সড ডিপোজিটের (FD) মতো একটি স্কিম পেতে পারেন, এবং এর জন্য সত্যিই ব্যাঙ্ক বা পোস্ট অফিস কোথাও যাওয়ার প্রয়োজন হবে না!

Google Pay এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট (FD) করা যাবে

হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। Google শীঘ্রই ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলির মতো FD বা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করতে চলেছে। Google এই স্কিম চালু করলে ইউজাররা ব্যাপকভাবে উপকৃত হবেন, এবং সংস্থাটি শীঘ্রই এই স্কিমটির কথা ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্কিমের আওতায় ব্যবহারকারীদের ব্যাঙ্কের ওয়েবসাইট বা অ্যাপেও যেতে হবে না। পরিবর্তে, গ্রাহকরা Google Pay-তে গিয়ে FD কিনতে পারবেন, এবং Google এর জন্য ফিনটেক সংস্থা SETU-র সাথে অংশীদারিত্ব করেছে।

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, SETU-র API-এর মাধ্যমে ভারতীয় গ্রাহকরা এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হল, Google তার নিজস্ব FD স্কিম আনবে না বা বিক্রি করবে না। বরং গুগল ব্যাঙ্কের FD স্কিম প্রোমোট বা বিক্রি করবে। এই পরিষেবা চালু হলে, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি স্কিমগুলি প্রথমে বিক্রি করা হবে।

আপনি কতটা সুদ পাবেন

এই সার্ভিসের মাধ্যমে FD পাওয়ার ক্ষেত্রে গ্রাহকরা সর্বাধিক ৬.৩৫ শতাংশ সুদ পাবেন বলে জানা গেছে। এটি ১ বছরের জন্য দেওয়া হবে। Google Pay-র মাধ্যমে ব্যবহারকারীরা ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি স্কিমগুলি ৭-২৯ দিন, ৩০-৪৫ দিন, ৪৬-৯০ দিন, ৯১-১৮০ দিন, ১৮১-৩৬৪ দিন এবং ৩৬৫ দিনের জন্য পেতে পারেন।

KYC একান্ত আবশ্যক

মনে রাখতে হবে, KYC ছাড়া আপনি এফডি স্কিম নিতে পারবেন না। এর জন্য গ্রাহককে আধার নম্বর দিয়ে কেওয়াইসি করাতে হবে। আপনার আধারে আপডেট করা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। SETU, API-এর জন্য একটি বিটা ভার্সন প্রস্তুত করেছে। Google এবং SETU দীর্ঘদিন ধরে এর জন্য কাজ করছে এবং শীঘ্রই এই পরিষেবাটি চালু করতে পারে। যখনই FD ম্যাচিওর করবে, তার অর্থ গ্রাহকের GPay অ্যাকাউন্টে স্থানান্তরিত (ট্রান্সফার) হবে।

এই ব্যাঙ্কগুলির FD স্কিমও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ছাড়াও গুগল, উজ্জিবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা করছে বলে‌ জানা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন