নজরকাড়া ফিচারের সাথে ভারতে লঞ্চ হল নতুন Xiaomi Smart TV X সিরিজ, জেনে নিন দাম

বিগত কয়েক বছরে স্মার্টফোনের পাশাপাশি ভারতের টিভি বাজারে বেশ একটা জুতসই জায়গা করে নিয়েছে Xiaomi (শাওমি)। সংস্থাটির নানা ধরনের টিভির সম্ভার গ্রাহকমহলে অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে নিজের নতুন প্রোডাক্ট লঞ্চের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে, আজ ৩০শে আগস্ট Xiaomi এদেশে একটি নতুন টিভি সিরিজ লঞ্চ করেছে। Xiaomi Smart TV X (শাওমি স্মার্ট টিভি এক্স) নামের এই লেটেস্ট সিরিজের অধীনে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি সাইজের মোট তিনটি টিভি বাজারে পা রেখেছে। এগুলিতে 4K (৪কে) রেজোলিউশন, Dolby Vision (ডলবি ভিশন), HDR10 (এইচডিআর ১০), PatchWall UI (প্যাচওয়াল ইউআই) স্ক্রিন ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। আসুন এখন ঝটপট দেখে নিই সদ্য আগত Xiaomi Smart TV X সিরিজের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কিত খুঁটিনাটি।

Xiaomi Smart TV X সিরিজের দাম, উপলব্ধতা

নতুন শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজের দামের কথা বললে, ৪৩ ইঞ্চি মডেলটি ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। একইসময়ে, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি ভ্যারিয়েন্টদুটির দাম পড়বে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে এই স্মার্টটিভিগুলির বিক্রি শুরু হবে। আগ্রহীরা ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com) এবং সমস্ত এমআই (Mi) স্টোর থেকে টিভিগুলি খরিদ করতে পারবেন।

Xiaomi Smart TV X সিরিজের স্পেসিফিকেশন

নতুন শাওমি স্মার্ট টিভি এক্স টিভি সিরিজের মডেল তিনটির কেবল স্ক্রিন সাইজ আলাদা, এগুলির বাকি ফিচার অভিন্ন! এক্ষেত্রে শাওমি স্মার্ট টিভি এক্সে ৪কে রেজোলিউশনের (৩৮৪০×২১৬০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে যা ৪কে এইচডিআর, এইচএলজি এবং এইচডিআর ১০ কন্টেন্ট সাপোর্ট করবে। এছাড়া শুরুতেই বলেছি যে, টিভিগুলিতে ডলবি ভিশনও সাপোর্টও উপলব্ধ। উল্লেখ্য, এই নতুন শাওমি স্মার্ট টিভি তিনটিতে ভিভিড পিকচার ইঞ্জিন দেওয়া হয়েছে। অন্যদিকে এগুলি বেজেল-লেস ডিজাইন বহন করবে। পাশাপাশি শুধুমাত্র এই সিরিজটিতে ডলবি অডিও এবং ডিটিএস (DTS) ভার্চুয়াল এক্স অপশনও বিদ্যমান, যেখানে ইউজাররা এটিতে ৩০ ওয়াট স্পিকার সেটআপ দেখতে পাবেন।

এখানেই শেষ নয়, Xiaomi Smart TV X মডেলগুলি Android 10 TV (অ্যান্ড্রয়েড ১০ টিভি) ওএস এবং কোম্পানির নিজস্ব প্যাচওয়াল ইউআইতে চলবে। আর এগুলিতে আইএমডিবি (IMDB) ইন্টিগ্রেশন, ইউনিভার্সাল সার্চ, ৩০০+ লাইভ চ্যানেল, প্যারেন্টাল লকসহ কিডস মোড, স্মার্ট রেকমেন্ডেশন, এমআই হোমের মত ফিচারও অ্যাক্সেস করা যাবে। এছাড়াও ক্রেতারা এগুলিতে ২ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ এবং কোয়াড কোর এ৫৫ (A55) প্রসেসরের সুবিধা পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে Smart TV X – তিনটি এইচডিএমআই পোর্ট (eARC x 1), দুটি ইউএসবি পোর্ট, এভি (AV), ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, শাওমি রিমোট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অফার করবে।