দেশের বাজারে লঞ্চ হল Asus ExpertBook B5 Flip OLED, থাকবে 11th-Gen Intel Core i5 এবং i7 প্রসেসর

জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি Asus (আসুস) আজ বুধবার ভারতে তার Asus ExpertBook B5 Flip OLED (B5302) নামে নতুন ল্যাপটপ লঞ্চ করল। এই নতুন ExpertBook B5 Flip OLED (এক্সপার্ট বি৫ ফ্লিপ ওএলইডি) ল্যাপটপে ৩৬০ ডিগ্রি ডিজাইন, টাচ সাপোর্ট এবং অ্যান্টি-গ্লেয়ার HDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে বলে রাখি, ল্যাপটপটি কোম্পানির প্রিমিয়াম অফারগুলির মধ্যে একটি এবং এটি একেবারে নতুন নয় কারণ প্রাথমিকভাবে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হয়েছিল। আসুন এখন Asus ExpertBook B5 Flip OLED-এর মূল্য এবং স্পেসিফিকেশনের বিবরণ জেনে নিই।

Asus ExpertBook B5 Flip OLED-এর স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া আসুস এক্সপার্ট বি৫ ফ্লিপ ওএলইডি ল্যাপটপটিতে ১৩.৩ ইঞ্চি ফুলএইচডি (১৯২০×১০৮০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেশিও ১৬:৯ এবং পিক ব্রাইটনেস ৪০০ নিট। এটি ১০০% ডিসিআই-পি৩ কালার গামুট অফার করে। অন্যদিকে Windows 10 ওএসে চালিত এবং এটিকে Windows 11-এ আপডেট করা যেতে পারে। এখানে আকর্ষণীয় ব্যাপারটি হল, গ্রাহকরা ডিভাইসে প্রসেসরের জন্য Intel Core i5-1135G7 বা Core i7-1165G7 থেকে বেছে নিতে পারেন। ডিভাইসটিতে Intel Xe গ্রাফিক্স এবং ৩২০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ১৬ জিবি পর্যন্ত DDR4 RAM রয়েছে যা ৪৮ জিবি পর্যন্ত আপগ্রেডযোগ্য। এছাড়া ল্যাপটপটিতে ২ টিবি পর্যন্ত ডুয়াল স্টোরেজ ক্ষমতা রয়েছে।

শুধু তাই নয়, এক্সপার্ট বি৫ ফ্লিপ ওএলইডি ল্যাপটপটি MIL-STD 810H US মিলিটারি-গ্রেডের বিল্ডের সাথে আসে এটিকে চরম আবহাওয়ার পরিস্থিতি থেকে বাঁচতে দেবে। তাছাড়া এতে রয়েছে বিশেষ Asus NumberPad 2.0 LED কীপ্যাডও। ইউজাররা এতে একটি 3DNR ক্যামেরা দেখতে পাবেন যা ২৩% পর্যন্ত শব্দ কমাতে পারে এবং কৃত্রিম/কম আলোর অবস্থাতেও ভাল ভিডিও গুণমান অফার করবে৷ পাওয়ার ব্যাকআপের কথা বললে, আসুসের লেটেস্ট ল্যাপটপ ৬৬ ওয়াট আওয়ার ব্যাটারিসহ আসে যা একক চার্জে ১২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে৷ ডিভাইসটিতে একটি ফাস্ট চার্জারও রয়েছে, যা কোম্পানির মতে ৩৯ মিনিটে ডিভাইসটিকে ০% থেকে ৬০% চার্জ করতে পারে। এক্ষেত্রে, কানেক্টিভিটির জন্য ল্যাপটপে দুটি Thunderbolt 4-এর পাশাপাশি HDMI 2.0b পোর্ট পাওয়া যাবে।

Asus ExpertBook B5 Flip OLED-এর মূল্য এবং প্রাপ্যতা

নতুন লঞ্চ হওয়া আসুস এক্সপার্ট বি৫ ফ্লিপ ওএলইডি (বি৫৩০২) ল্যাপটপের ১১ তম প্রজন্মের i7 প্রসেসর এবং ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৯,০০০ টাকা। ল্যাপটপটি আজ ২রা ফেব্রুয়ারি, বুধবার থেকে সারা দেশে সমস্ত আসুস অনুমোদিত বাণিজ্যিক অংশীদারদের কাছে কেনার জন্য উপলব্ধ হবে।