বদলে যাবে একাধিক Realme ফোন, কোন কোন মডেলে আসছে Android 14 ভিত্তিক Realme UI 5 আপডেট দেখে নিন

Realme GT 2 Pro 5G ও Realme GT Neo 5 স্মার্টফোনে আসছে Android 14-ভিত্তিক Realme UI 5.0 বিটা আপডেট

Realme খুব শীঘ্রই Realme GT 2 Pro 5G এবং Realme GT Neo 5 স্মার্টফোনের জন্য Android 14 ভিত্তিক Realme UI 5.0 -এর বিটা ভার্সন রিলিজ করার ঘোষণা করেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে Realme GT 2 Master Explorer Edition -এর জন্যও এই আপডেটটি রোলআউট করা হবে। এছাড়া অক্টোবর নাগাদ Realme GT 5 স্মার্টফোনকে Realme UI 5.0 বিটা টেস্টিং প্রক্রিয়ার অধীনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছে Realme।

Realme GT 2 Pro 5G ও Realme GT Neo 5 স্মার্টফোনে আসছে Android 14-ভিত্তিক Realme UI 5.0 বিটা আপডেট

রিয়েলমি জানিয়েছে, কেবল ১,০০০ জন রিয়েলমি জিটি ২ প্রো ৫জি এবং রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোন ব্যবহারকারীদেরই অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ বিটা ভার্সন পরীক্ষা করার অ্যাক্সেস প্রদান করা হবে। তবে বলে দিই, এই আপডেটটি শুধুমাত্র আলোচ্য দুটি ফোনের চীনা সংস্করণের জন্য উপলব্ধ।

এই নয়া বিটা প্রোগ্রামের অধীনে রেজিস্ট্রেশন করার আগে Realme GT 2 Pro 5G স্মার্টফোন ব্যবহারকারীদের নিশ্চিত হতে হবে যে তাদের ডিভাইসটি RMX3300_13.1.0.103(CN01) সংস্করণে চলছে কিনা। অন্যদিকে, Realme GT Neo 5 -এর ১৫০ ওয়াট এবং ২৪০ ওয়াট ভ্যারিয়েন্টকে যথাক্রমে RMX3706_13.1.0.115(CN01) ও RMX3708_13.1.0.115(CN01) সংস্করণে রান করতে হবে।

রিয়েলমি তাদের কমিউনিটি ফোরামের মাধ্যমে আরো জানিয়েছে যে, আজ অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর থেকেই রিয়েলমি ইউআই ৫.০ বিটা প্রোগ্রামের অধীনে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া লাইভ হবে। আর যতক্ষণ না স্লট বা কোটা পূর্ণ হচ্ছে, ততক্ষন রেজিস্ট্রেশনের কাজ চলবে।

উল্লেখ্য, Realme আপাতত তাদের হোম-মার্কেটে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির জন্য Android 14 ভিত্তিক Realme UI 5.0 কাস্টম রমের বিটা ভার্সন পরীক্ষা করার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংস্থাটি ভারত সহ বিশ্বব্যাপী তাদের এই বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুবিধা দেবে।