২০২২ সালে আসবে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনগুলি; জেনে নিন এদের স্পেসিফিকেশন

করোনাকালীন পরিস্থিতির জন্য ২০২০ সালে স্মার্টফোন লঞ্চে তুলনামূলকভাবে ব্যাঘাত ঘটলেও, চলতি বছরে অর্থাৎ ২০২১ সালে কিন্তু প্রায়দিনই নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এমনকি বছরের শেষে এসেও নানাবিধ স্টাইল ও ফিচারের একাধিক হ্যান্ডসেট ভিড় জমিয়েছে গ্লোবাল তথা ভারতের বাজারে। তবে মজার ব্যাপার হল, আসন্ন ২০২২ সালে কোন কোন নয়া স্মার্টফোন আত্মপ্রকাশ করতে পারে তারও একটি তালিকা টেক-পেজ ও টিপস্টারদের সৌজন্যে ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। বলা হচ্ছে আগামী বছরে Apple iPhone SE 3, Apple iPhone 14 Max, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy S21 FE এবং OnePlus 10 Pro মডেল লঞ্চ হতে দেখা যাবে। সেক্ষেত্রে আজ আমরা বাজেট রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মধ্যে আসা এই স্মার্টফোনগুলির সম্ভাব্য লঞ্চের সময়সূচি ও ফিচার সম্পর্কে জানাবো।

২০২২ সালের আসন্ন স্মার্টফোনের তালিকা (List of upcoming smartphones in 2022)

১. Apple iPhone SE 3: কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে আইফোন এসই ৩ লঞ্চ করতে পারে অ্যাপল। ফিচারের কথা বললে, আসন্ন আইফোনটি ৫জি কানেক্টিভিটিসহ আসবে এবং এটি সংস্থার লেটেস্ট এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর দ্বারা চালিত হবে। জানিয়ে রাখি, পূর্বসূরি আইফোন এসই ফোনে ব্যবহার করা হয়েছিল এ১৩ বায়োনিক চিপসেট। সেক্ষেত্রে, সিকিউরিটি ফিচার হিসাবে আসন্ন তৃতীয় প্রজন্মের আইফোন এসই ফোনে ফেস আইডি উপলব্ধ থাকতে পারে।

২. Apple iPhone 14 Max: আগামী বছরের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় সামিল রয়েছে অ্যাপল আইফোন ১৪ ম্যাক্স-ও। যদিও মাত্র কয়েক মাস আগেই আত্মপ্রকাশ করেছে আইফোন ১৩, তবে সর্বশেষ সিরিজটি লঞ্চের আগে থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিলো টেকপাড়ায়। এক্ষেত্রে, আইফোন ১৪ সিরিজের টপ মডেলদুটিতে ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে।

৩. Samsung Galaxy S22 Ultra: বিশ্বের এক নম্বর স্মার্টফোনটি আগামী বছর গ্লোবাল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা নামের একটি নয়া ফোনের সাথে হাজির করতে পারে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন হ্যান্ডসেট এস-পেন (S-Pen) সাপোর্ট থাকবে। একই সাথে জানা যাচ্ছে, এই এস-পেনের জন্য গ্যালাক্সি এস২২ সিরিজের এই লেটেস্ট মডেলে একটি ডেডিকেটেড স্টোরেজ স্লটও দেওয়া হবে, এছাড়া এতে ‘সুপার পাওয়ারফুল’ ক্যামেরা সেটআপ থাকতে পারে।

৪. Samsung Galaxy S21 FE: বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন আনয়নের জন্য স্যামসাং বিশেষভাবে খ্যাত। এক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে, এই চীনা সংস্থাটি ২০২২ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি এস২১ এফই নামের একটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে আসবে বাজারে। ফিচারের প্রসঙ্গে বললে, এটি ৬.৪ ইঞ্চির (২,৩৪০x১,০৮০ পিক্সেল) ডিসপ্লেসহ আসতে পারে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে যার প্রাইমারি সেন্সর ৩২ মেগাপিক্সেলের হবে এবং বাকি দুটি সেন্সরের ক্ষেত্রে ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে বলে খবর পাওয়া গেছে।

৫. OnePlus 10 Pro: ২০২২ সালে নতুন ক্যামেরা আপডেটের সাথে বাজারে আত্মপ্রকাশ করতে পারে ওয়ানপ্লাস ১০ প্রো। উক্ত স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন ১,৪৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়া এটি ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে যেখানে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে।