ভারতে লঞ্চ হল Instagram Lite, সাইজ ২ এমবির কম

Facebook Fuel for India 2020 ইভেন্টের দ্বিতীয় দিনেও ফেসবুক কর্তৃপক্ষ ভারতীয়দের প্রতি তাদের বিশেষ দায়বদ্ধতার প্রসঙ্গ স্মরণ করিয়ে দিলো। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ভারতের বাজারের ব্যাপ্তি ও গুরুত্ব বুঝতে পেরেছে। তাই ভারতকে ঘিরেই তাদের নতুন পরিকল্পনাগুলি প্রাথমিকভাবে রূপ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইভেন্টের দ্বিতীয় দিনে ভারতে ‘Instagram Lite’ অ্যাপটি লঞ্চ করা হল। ইনস্টাগ্রাম ইন্ডিয়ার প্রোডাক্ট হেড, বিশাল শাহ নিজে এই অ্যাপটির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করেন।

‘ইনস্টাগ্রাম লাইট’ অ্যাপটি মূলত Instagram অ্যাপ্লিকেশনেরই অপেক্ষাকৃত ক্ষুদ্র সংস্করণ। সাইজের দিক থেকে এটি ২ এমবি এর চেয়েও ছোটো। ফলে সাধারণ বা অতি-সাধারণ মানের স্মার্টফোনেও এই অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করবে। এই মুহূর্তে Instagram Lite অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সন লঞ্চ করা হলেও অ্যাপটির iOS ভার্সন এখনো সামনে আসেনি।

তবে এই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রাম লাইট অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছিল। সেইবার অর্থাৎ ২০১৮ সালে মেক্সিকোতে এটি সর্বসমক্ষে আসে। পরবর্তীকালে কেনিয়া, পেরু, ফিলিপিন্সের মতো দেশগুলিতেও এই অ্যাপটি বিস্তার লাভ করে। কিন্তু চলতি বছরের মে মাসে অ্যাপটিকে গুগল প্লে-স্টোর থেকে তুলে নেওয়া হয়! এর পর ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া ইভেন্টের দ্বিতীয় দিনে ইনস্টাগ্রাম লাইটের নতুন এবং আপডেটেড ভার্সনটি লঞ্চ করা হল।

Instagram Lite এর নতুন ভার্সনটি স্পীড,পারফরম্যান্স এবং কার্যকারিতার দিক থেকে আগের চেয়ে অনেক উন্নত হবে বলে ইনস্টাগ্রাম প্রোডাক্ট হেড জানিয়েছেন। যদিও সাইজে ছোট হওয়ার জন্যই এতে Reels, Shopping বা IGTV এর মতো পরিষেবাগুলি ব্যবহার করা যাবে না। ইংরেজি ছাড়াও ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালয়ালাম, মারাঠি, পাঞ্জাবী, তামিল এবং তেলেগু ভাষায় উপলব্ধ।