পকেটে টাকা না থাকলেও পাবেন ২ জিবি ডেটা, পরে Jio কে মেটাতে হবে ২৫ টাকা

পরিশোধযোগ্য অর্থ হাতে না থাকা অবস্থায় অসুবিধের সম্মুখীন গ্রাহকদের আকস্মিক ডেটা চাহিদা পূরণ করতে Reliance Jio নিয়ে এসেছে এক দুর্দান্ত সুবিধা। একে কাজে লাগিয়ে Jio গ্রাহকেরা কোম্পানির কাছ থেকে ধার বা লোন হিসেবে মোট ২ জিবি ডেটা পেয়ে যাবেন। অবশ্য সেজন্য তাদের তৎক্ষণাৎ টাকা মেটানোর কোনো প্রয়োজন নেই!

আজ্ঞে হ্যাঁ, গ্রাহকদের জন্য খুবই উপযোগী উপরের সুবিধাটি ‘Jio Emergency Data Voucher Facility’ নামের সঙ্গে সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জরুরি পরিস্থিতিতে অর্থ পরিশোধের উপায় না থাকলেও এটি প্রয়োজনীয় ডেটা সরবরাহ করে গ্রাহকদের স্বস্তি দেবে। আলোচ্য প্রতিবেদনে আমরা Reliance Jio -র এই পরিষেবা সম্পর্কে প্রতিটি তথ্য ভাগ করে নেবো।

Emergency Data Voucher পরিষেবার সুবিধা নিতে হলে যা করতে হবে

এমার্জেন্সি ডেটা ভাউচার পরিষেবার অধীনে লোন হিসেবে ২ জিবি ডেটা আদায়ের জন্য রিলায়েন্স জিও গ্রাহকদের MyJio অ্যাপে প্রবেশ করতে হবে। নিজস্ব জিও নম্বর দিয়ে সেখানে লগ-ইনের পর টপ-লেফ্ট মেনুতে ক্লিক করে মোবাইল সার্ভিসেসের অধীনে ‘Emergency Data Voucher’ বেছে নিতে হবে। এরপর স্ক্রিনে ভেসে ওঠা ‘Proceed’ বাটনে ক্লিক করার পর ‘Get Emergency Data’ বিকল্প চয়ন করতে হবে। এবার ‘Activate Now’ বাটনে ক্লিক করলেই এমার্জেন্সি ডেটা সক্রিয় হয়ে যাবে।

Jio Data Loan ফেসিলিটির লাভ উঠিয়ে মোট কত জিবি ডেটা ধার নেওয়া যাবে?

জিও ডেটা লোন ফেসিলিটির লাভ উঠিয়ে গ্রাহকেরা মোট ২ জিবি ডেটা ধার নিতে পারবেন। বিনামূল্যে নয়, বরং সংস্থার এই পরিষেবার জন্য তাদের নিশ্চিতভাবেই অর্থ পরিশোধ করতে হবে। তবে তৎক্ষণাৎ সেই টাকা না মেটালেও চলবে, যা আলোচ্য ফেসিলিটির প্রধান সুবিধা। উল্লেখ্য, জিও ডেটা লোন সুবিধার আওতায় সংস্থার থেকে ২ জিবি ডেটা ধার নেওয়ার জন্য উপভোক্তাদের পরবর্তীকালে মাত্র ২৫ টাকা শোধ করতে হবে, যা খুব একটা বেশি নয়।

Jio Data Loan ফেসিলিটির অর্থ শোধের পদ্ধতি

এজন্য পরবর্তীতে MyJio অ্যাপ ওপেন করে ‘Emergency Data Vouchers’ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর এমার্জেন্সি ডেটা ভাউচারের জন্য ‘Pay’ বিকল্প বেছে নিয়ে লোনের অর্থ মিটিয়ে ফেলা যাবে। যে কোনো অনলাইন মাধ্যমে এই ধার পরিশোধ করা যাবে।

Jio Data Loan -এর অর্থ পরিশোধ না করলে যা হবে

ডেটা লোন নিয়েও পরবর্তীকালে সেই অর্থ পরিশোধ না করা পর্যন্ত Jio গ্রাহকেরা পুনরায় আলোচ্য ফেসিলিটির সুবিধা নিতে পারবেন না। এমনকি দীর্ঘদিন ধরে লোনের টাকা বাকি রাখলে Jio, গ্রাহকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পর্যন্ত নিতে পারে।