Apple Watch Series 9 Red : চলে এল অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এর বিশেষ সংস্করণ, ভারতে দাম কত

গত ১৩ই সেপ্টেম্বর নতুন iPhone 15 সিরিজের সাথে আত্মপ্রকাশ করেছিল Apple Watch Series 9। আজ আবার এই একই মডেলের নতুন রেড (Red) কালার বিকল্পের ঘোষণা করা হল। টেক জায়ান্টটি, এই নয়া কালার অপশনকে এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ের (RED) সমর্থনকারী প্রডাক্ট হিসাবে লঞ্চ করেছে বলে জানিয়েছে। পাশাপাশি, এইচআইভি/এইডস সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাও অন্যতম একটি উদ্দেশ্য Apple -এর।

জানিয়ে রাখি, Apple ২০০৬ সাল থেকে RED নামক একটি বেসরকারী প্রতিষ্ঠান (NGO) -এর সাথে জড়িত। যাদের সাথে অংশীদারিত্বে Apple নতুন Watch Series 9 Red ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। শুধুমাত্র এই একটি প্রোডাক্ট নয়, – এর আগে iPhone 14, iPhone 14 Plus, iPhone 13 এবং iPhone SE -এর জন্যও Red ভ্যারিয়েন্ট ঘোষণা করা হয়েছিল।

Apple Watch Series 9 Red ভ্যারিয়েন্টের বিশেষত্ব

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ মডেলের নতুন ভ্যারিয়েন্টটি লাল রঙের অ্যালুমিনিয়াম কেস এবং ম্যাচিং লাল স্পোর্ট ব্যান্ডের সাথে এসেছে। আবার যেহেতু এই মডেলটি একটা বিশেষ উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে, সেহেতু কয়েকটি অতিরিক্ত ওয়াচ ফেসও নিয়ে আসা হয়েছে। যেমন অ্যাপল এতে – সোলার অ্যানালগ, বিশ্ব এইডস দিবসের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা কয়েকটি ওয়াচ ফেস অন্তর্ভুক্ত রয়েছে৷

Apple Watch Series 9 Red ভ্যারিয়েন্টের দাম

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ রেড ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যাপলের অনলাইন স্টোর এবং রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। ভারতে এর দাম শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৯৯ ডলারের প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এই স্মার্টওয়াচ বিক্রি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ গ্লোবাল ফান্ডে দান করা হবে, যা সাব-সাহারান আফ্রিকায় এইচআইভি/এইডস প্রোগ্রামের তহবিল যাবে।

Apple Watch Series 9 Red ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ -এর রেড ভ্যারিয়েন্টটি মূল মডেলের অনুরূপ স্পেসিফিকেশনের সাথে এসেছে। এতেও এজ-টু-এজ কার্ভড ডিজাইনে রেটিনা স্ক্রিন সহ এসেছে, যা অলওয়েজ অন ডিসপ্লে এবং ২,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি নতুন এস৯ চিপসেট এবং কোয়াড-কোর নিউরাল ইঞ্জিনের সাথে এসেছে, যা পূর্বসূরির তুলনায় ফাস্ট প্রসেসিং এবং আরো উন্নত কর্মক্ষমতা প্রদান করে। এতে পাওয়া যাবে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ।

হেলথ ফিচার হিসাবে এই ওয়্যারেবলে – হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, টেম্পারেচার সেন্সর, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার ইত্যাদি বিদ্যমান। অ্যাপল তাদের এই স্মার্টওয়াচে ডবল ট্যাপ জেসচার ফিচার উপলব্ধ করেছে। যার দরুন ব্যবহারকারী কেবলমাত্র হাত নাড়িয়েই কল রিসিভ বা কেটে দেওয়া কিংবা অ্যালার্ম বন্ধ করার মত কাজ করতে পারবেন। ওয়াচ ওএস ১০ দ্বারা চালিত এই স্মার্টওয়াচে – সেলুলার কানেক্টিভিটি, ব্লুটুথ মেডিটেশন, নতুন ওয়াচ ফেস, লো পাওয়ার মোড, উন্নতমানের সাইক্লিং ট্র্যাকার হোম পড ইন্টিগ্রেশন এবং সিরি ভয়েস সাপোর্ট মিলবে। এছাড়া Apple Watch Series 9 একক চার্জে একটানা ১৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম বলেও দাবি করা হয়েছে।