সস্তায় ফ্ল্যাগশিপ ফোনের মজা, Samsung SM-S9190 আসছে প্রিমিয়াম Exynos 2300 ৯ কোর প্রসেসরের সাথে

গিকবেঞ্চে মেসিন লার্নি টেস্টে Samsung SM-S9190 মাত্র ৪৫৬ স্কোর করেছে, যা মোটেও প্রশংসাযোগ্য নয়

Samsung তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের জন্য Exynos 2400 প্রসেসরের উপর কাজ করছে। এই প্রসেসরের সাথে Galaxy S24 সিরিজের মডেলগুলি আসবে। তবে সম্প্রতি Samsung এর SM-S9190 মডেল নম্বরের একটি ফোনকে Exynos 2300 প্রসেসরের সাথে বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা গেল।

বেঞ্চমার্ক সাইট থেকে জানা গেছে, এক্সিনস ২৩০০ প্রসেসরটি ৯টি কোর (১+৪+৪) দ্বারা গঠিত। এছাড়া এই প্রসেসরের সাথে যুক্ত জিপিইউ গঠিত হয়েছে এএমডি এর আরডিএনএ আর্কিটেকচারের উপর।

এদিকে গিকবেঞ্চে মেসিন লার্নি টেস্টে Samsung SM-S9190 মাত্র ৪৫৬ স্কোর করেছে, যা মোটেও প্রশংসাযোগ্য নয়। একে ৮ জিবি র‌্যাম সহ এখানে খুঁজে পাওয়া গেছে। তবে আশা করা যায় লঞ্চের সময় ফোনটির আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আবার এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। ফলে মনে হচ্ছে এটি একটি সস্তা ফোন হবে।

Samsung SM-S9190 এর প্রাইমারি সিপিইউ কোরের ক্লক স্পিড থাকবে ২.৬ গিগাহার্টজ। এছাড়া দুটি ৪ পারফরম্যান্স কোর যথাক্রমে ২.৫৯ গিগাহার্টজ ও ১.৮২ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে। এছাড়া Samsung SM-S9190 সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। এমনকি এর নামও জানা যায়নি।