বড় ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Vivo Y1s, দাম ৭৯৯০ টাকা

বেশ কয়েকদিন চর্চায় থাকার পর অবশেষে ভারতে লঞ্চ হল Vivo Y1s। আজ কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে ফোনটিকে অন্তর্ভুক্ত করা যায়। গত আগস্টে ভিভো ওয়াই১এস ফোনটি কম্বোডিয়ায় লঞ্চ হয়েছিল। ভারতেও ফোনটি একই স্পেসিফিকেশন সহ এসেছে। Vivo Y1s ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৪০৩০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Vivo Y1s এর দাম 

ভিভো ওয়াই১এস এর দাম কোম্পানির তরফে এখনও জানানো হয়নি। ফোনটি ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। আবার এটি অররা ব্লু এবং অলিভ ব্ল্যাক কালারে উপলব্ধ। এদিকে Mahesh Telecom থেকে জানানো হয়েছে ভারতে Vivo Y1s এর দাম ৭,৯৯০ টাকা। এই ফোনটি মূলত অফলাইন মার্কেটের জন্য লঞ্চ হয়েছে।

লঞ্চ অফার হিসাবে Jio গ্রাহকরা Vivo Y1s এর ওপর স্পেশাল বেনিফিট পাবে। যারমধ্যে থাকবে ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৭৯৯ টাকা)। আবার ২৪৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে ৪,৫৫০ টাকা শপিং বেনিফিট মিলবে। এছাড়াও কেবল ৯৯ টাকায় যাবে ৯৯ দিনের Shemaroo এর সাবক্রিপশন। আবার ১৪৯ টাকার ওয়ান অ্যাসিস্ট নিলে একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করা যাবে। এই সুবিধা ফোনটির কেনার ৬ মাসের মধ্যে উপলব্ধ থাকবে।

অন্যান্য অফারের কথা বললে, জিও গ্রাহক হলে এই ফোনের সাথে নেটওয়ার্ক লক-ইন বেনিফিট পাবেন (Jio Lock-in Benefits)। এরজন্য আপনাকে ফোন কেনার সময় ৬ মাস, ৭-১২ মাস, ১৩-১৮ মাস, ১৯-২৪ মাস, ২৫-২০ মাস, ৩০ মাসের বেশি, এই বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। এরজন্য যথাক্রমে আপনাকে ৯৭৪ টাকা, ৭৫৪ টাকা, ৬১৮ টাকা, ৩১৮ টাকা, ২২০ টাকা দিতে হবে (জিএসটি আলাদা)।

Vivo Y1s এর স্পেসিফিকেশন 

ভিভো ওয়াই১এস এর ফোনে আছে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস হলো ফলভিউ ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৫২০ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৬ শতাংশ। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6765 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যাকে হেলিও পি৩৫ নামে আমরা জানি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y1s ফোনে এলইডি ফ্ল্যাশ সহ একটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যেটি হল ১৩ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/২.২। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় বিউটি, টাইম-ল্যাপস এর মত ফিচার আছে। এই ফোনটি ৪,০৩০ এমএএইচ ব্যাটারিরি সাথে এসেছে। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ফানটাচ ওএস ১০.৫ স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এখানে আছে ফেস আনলক।