ভারতে লঞ্চের আগেই Samsung-র দুই বহুল প্রত্যাশিত ফোনের দাম ফাঁস, ফিচার্স কেমন

স্যামসাং আগামী ২৬ জুলাই এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ইভেন্টে দক্ষিন কোরিয়ার কোম্পানিটি তাদের বহু প্রতীক্ষিত লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন, Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5-এর ওপর থেকে পর্দা সরানোর পরিকল্পনা করছে। এই অত্যাধুনিক ডিভাইসগুলি অন্যান্য দেশের পাশাপাশি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন মার্কেট ভারতেও আত্মপ্রকাশ করবে। বিগত বেশ কয়েক মাস ধরে Galaxy Z সিরিজের হ্যান্ডসেটগুলিকে নিয়ে টেক দুনিয়ায় নানা জল্পনা ভেসে বেড়াচ্ছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 এর দাম ফাঁস করেছেন।

ভারতে Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5-এর দাম

টিপস্টার পারস গুগলানির দাবি, ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর প্রারম্ভিক মূল্য হবে ৯৫,০০০ টাকা। আর গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনটির দাম শুরু হবে ১,৪৩,৫০০ টাকা থেকে। চলতি সপ্তাহে, আরেকটি সূত্রে জানা গিয়েছিল যে গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর বেস ভ্যারিয়েন্টে ১২৮ জিবি স্টোরেজ মিলবে, যেখানে গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর বেস ভ্যারিয়েন্টটি ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে।

Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে থাকবে। কভার ডিসপ্লেটির আকার হবে ৬.২ ইঞ্চি, যা ভেতরের স্ক্রিনের মতোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Z Fold 5-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। ভেতরের স্ক্রিন ও কভার ডিসপ্লেতে সম্ভবত ৫ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল সেন্সর অবস্থান করবে। এছাড়াও, Galaxy Z Fold 5-এ সংযোগের জন্য এনএফসি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, ইউএসবি-সি ৩.২ পোর্ট, ন্যানোসিম এবং ই-সিম সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Samsung Galaxy Z Flip 5 মডেলটি ৩.৪ ইঞ্চির এইচডি কভার ডিসপ্লে এবং ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) প্রাইমারি স্ক্রিন সহ আসতে পারে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার হতে পারে, যার সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। Galaxy Z Flip 5-এ ব্যবহৃত ব্যাটারির ক্ষমতা ৩,৭০০ এমএএইচ হবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে।