Jio 749: পুরো ৯০ দিন ধরে রোজ ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল, জিও লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান

Reliance Jio সারাবছর ধরেই নতুন নতুন প্ল্যান লঞ্চ করে। ডিসেম্বরে এসেও একটি নয়া দীর্ঘ-মেয়াদি প্রিপেইড প্ল্যান চালু করার কথা জানালো মুকেশ আম্বানি পরিচালিত এই টেলিকম জায়ান্টটি। সদ্য পোর্টফোলিওতে সংযুক্ত হওয়া এই নতুন রিচার্জ প্যাকের দাম রাখা হয়েছে ৭৪৯ টাকা এবং এটি দীর্ঘ তিন মাস বা ৯০ দিনের জন্য বৈধ থাকবে। এই সময়কালে আনলিমিটেড ভয়েস কল থেকে শুরু করে ফ্রি এসএমএস ও হাই-স্পিড ডেটা ব্যবহার সুবিধা পাওয়া যাবে। একই সাথে Jio -এর নিজস্ব অ্যাপগুলির অ্যাক্সেসও নিখরচায় মিলবে। আসুন ৭৪৯ টাকার নতুন Reliance Jio প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Reliance Jio লঞ্চ করল 49 টাকার প্ল্যান

রিলায়েন্স জিও আনীত নয়া ৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা পুরো তিন মাস বা ৯০ দিন। এই রিচার্জ প্যাকের অধীনে বেসিক বেনিফিট হিসাবে – দৈনিক আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। আবার এই প্ল্যানটি কিনলে গ্রাহকদের বৈধতাসীমা পর্যন্ত মোট ১৮০ জিবি হাই-স্পিড ডেটা অফার করা হবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন আপনি। যদিও দৈনিক নির্ধারিত ডেটা নিঃশেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত বেনিফিট হিসাবে বিভিন্ন জিও অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস অফার করা হবে। এই তালিকায় – JioSecurity, JioTV, JioCinema এবং JioCloud অন্তর্ভুক্ত৷

জানিয়ে রাখি, প্রতিটি সার্কেলের গ্রাহকদের জন্য ইতিমধ্যেই এই প্ল্যানটিকে ‘মাই জিও’ অ্যাপে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তাই আপনি চাইলে এই মুহূর্তেই ৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

700 টাকা প্রাইস রেঞ্জের অধীনে বিদ্যমান অন্যান্য Reliance Jio প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর পোর্টফোলিওতে ইতিমধ্যেই ৭০০ টাকার প্রাইস রেঞ্জের অধীনে আরেকটি প্ল্যান বিদ্যমান রয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির দাম ৭১৯ টাকা। ৭৪৯ টাকার নয়া প্ল্যানের ন্যায় এটিও প্রত্যহ ২ জিবি ডেটা লিমিট, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস অফার করে। কিন্তু পার্থক্য থাকছে বৈধতাসীমার। অর্থাৎ এই প্ল্যান ৮৪ দিন পর্যন্ত বৈধ থাকবে। আর তাই প্রতিদিনের জন্য ২ জিবি ডেটা বরাদ্দ থাকলেও, প্ল্যানের মেয়াদ কম হওয়ায় জিও সিম ইউজাররা মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন এই সময়কালে। যাইহোক ৭১৯ টাকার এই রিচার্জ প্যাকের অধীনে – JioSecurity, JioTV, JioCinema এবং JioCloud – এই প্রত্যেকটি জিও অ্যাপ বিনা-সাবস্ক্রিপশনে অ্যাক্সেস করা যাবে। সর্বোপরি আলোচ্য প্রিপেইড প্যাকটিকে ‘জিও ওয়েলকাম প্ল্যান’ স্কিমের অধীনে অফার করা হচ্ছে।

প্রসঙ্গত, যেসকল রিলায়েন্স জিও গ্রাহকেরা ‘Jio True 5G’ পরিষেবা উপলব্ধ এলাকায় বসবাস করছেন বা ৫জি-এনাবল স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য Jio True 5G পরিষেবার ‘৫জি ওয়েলকাম’ অফারের অংশ হিসাবে টেলিকম জায়ান্টটি আনলিমিটেড ৫জি ডেটা অফার করবে বলে জানিয়েছে।