Realme Q5x মাত্র 12 হাজার টাকায় 5G সাপোর্ট সহ লঞ্চ হল, রয়েছে Dimensity 700 প্রসেসর

স্মার্টফোন নির্মাতা রিয়েলমি গত এপ্রিল মাসে তাদের Q5 সিরিজের অধীনে হোম মার্কেট চীনে উন্মোচন করে তিনটি হ্যান্ডসেট-Realme Q5i, Realme Q5 এবং Realme Q5 Pro। আর এবার ব্র্যান্ডটি এই সিরিজের চতুর্থ মডেল হিসেবে Realme Q5x নামে আরেকটি নতুন ডিভাইস চীনের বাজারে লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের ফোনটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং MediaTek Dimensity 700 চিপসেটের সাথে এসেছে। আবার এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪ জিবি র‍্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Realme Q5x-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রিয়েলমি কিউ৫এক্স-এর মূল্য এবং লভ্যতা (Realme Q5x Price and Availability)

রিয়েলমি কিউ৫এক্স-এর দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৬৬০ টাকা)। এই হ্যান্ডসেটটি শুধুমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেই এসেছে। আগ্রহী ক্রেতারা এই রিয়েলমি ফোনটি ইঙ্ক ক্লাউড ব্ল্যাক এবং স্টার ব্লু- এই দুটি কালার অপশনে বেছে নিতে পারবেন। কিউ৫এক্স-এর প্রথম সেলটি আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। তবে এটি চীনের বাইরের বাজারগুলিতে পাওয়া যাবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি রিয়েলমি।

রিয়েলমি কিউ৫এক্স-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Realme Q5x Specifications and Features)

রিয়েলমি কিউ৫এক্স ফোনে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ৪০০ নিট স্ক্রিন ব্রাইটনেস এবং ৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এছাড়া, এই ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি টিয়ার-ড্রপ স্টাইল নচ অবস্থান করছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যায়। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য রিয়েলমি কিউ৫এক্স-এ একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme Q5x-এর ব্যাক প্যানেলে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 0.3-মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। Realme Q5x-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা মাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, এই রিয়েলমি ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। এছাড়াও, ডিভাইসে উপলব্ধ অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ডুয়েল-সিম সাপোর্ট, ৫জি / ৪জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। Realme Q5x মডেলটি ৮.১ মিলিমিটার পুরু এবং এর ওজন প্রায় ১৮৪ গ্রাম।