Nokia G42: দাম হবে সবথেকে কম, কোয়াড কোর প্রসেসর সহ নয়া ফোন আনছে নোকিয়া

এইচএমডি গ্লোবাল (HMD Global)-অধীনস্থ ব্র্যান্ড নোকিয়া চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাগেড হ্যান্ডসেটটি Nokia XR21৷ বর্তমানে তারা G-সিরিজে একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যার নাম Nokia G42 5G। একে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) ওয়েবসাইটে দেখা গেছে, যা Android 13 এবং Qualcomm প্রসেসরে চলবে। আসুন তাহলে বেঞ্চমার্ক লিস্টিং থেকে Nokia G42 5G সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Nokia G42 5G গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে হাজির

নোকিয়া জি ৪২ ৫জি গিকবেঞ্চ প্ল্যাটফর্মে নানা স্পেসিফিকেশন সহ উপস্থিত হয়েছে। এতে ১.৯০ গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি সহ কোয়াড কোর কোয়ালকম প্রসেসর থাকবে। এছাড়াও, চিপটিতে দুটি কোরের একটি দ্রুত ক্লাস্টার রয়েছে, যা ২.২১ গিগাহার্টজে ক্লক করা হয়েছে। যদিও, এই প্রসেসরের সঠিক নামটি জানা যায়নি, তবে এটি একটি লো মিড-রেঞ্জের চিপসেট বলে অনুমান করা হচ্ছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, নোকিয়া জি ৪২ ৫জি সিঙ্গেল-কোর টেস্টে ৭৩৮ এবং মাল্টি-কোর টেস্টে ১,৭১৮ স্কোর করতে সক্ষম হয়েছে। এছাড়াও গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে যে, স্মার্টফোনটি কমপক্ষে ৪ জিবি র‍্যামের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়াও আগের কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ সহ Nokia G42-এর একটি ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও থাকবে। ফোনটির স্ক্রিন রেজোলিউশন ১,৬১২×৭২০ হতে পারে। এই নোকিয়া হ্যান্ডসেটটির পার্পল এবং গ্রে কালার অপশনে উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, নোকিয়া সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এমআইএল-এসটিডি ৮১০এইচ মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটা, IP68 রেটেড ওয়াটারপ্রুফিং এবং ধুলো প্রতিরোধী IP69K) রেটিং সহ রাগেড Nokia XR21 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত এবং ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে উপলব্ধ।