১,৯৯৯ টাকায় বুক করুন Samsung Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5, পাবেন ৫০০০ টাকার ভাউচার

আপকামিং Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 ফোল্ডেবল ফোনের প্রি-রিজার্ভেশন লাইভ হল ভারতে

Samsung সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী ২৬শে জুলাই দক্ষিণ কোরিয়ার সিউল (Seoul) শহরে পরবর্তী ‘Galaxy Unpacked’ ইভেন্ট আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে সংস্থাটি নব্য-প্রজন্মের একাধিক ডিভাইসকে উন্মোচন করবে বলে জানিয়েছে। আর সম্প্রতি সংস্থা একটি টিজার ইমেজ নিশ্চিত করেছে যে, এই টেক ইভেন্টে নতুন স্মার্ট ওয়াচ, ট্যাবলেটের পাশাপাশি বহুল প্রতীক্ষিত Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 ফোল্ডেবল স্মার্টফোন দুটিকেও লঞ্চ করা হবে। শুধু তাই নয়, ভারতে এই দুটি ভাঁজযোগ্য মডেলের জন্য ইতিমধ্যেই প্রি-বুকিং কার্যক্রম শুরু হয়েছে।

আপকামিং Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 ফোল্ডেবল ফোনের প্রি-রিজার্ভেশন লাইভ হল ভারতে

ভারতে আসন্ন গ্যালাক্সি-সিরিজ অন্তর্গত বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের জন্য স্যামসাং ইতিমধ্যেই তাদের আধিকারিক ওয়েবসাইটে প্রি-রিজার্ভেশন পেজ লাইভ করে দিয়েছে। যার থেকে জানা যাচ্ছে, আগামী ২৬শে জুলাই অনুষ্ঠিত হতে চলা ‘সিউল আনপ্যাকড’ ইভেন্টে লঞ্চ করা প্রত্যেকটি ডিভাইসকে ভারতেও উপলব্ধ করা হবে। ভারতীয়রা এই টেক ইভেন্টের লাইভ-স্ট্রিম ২৬শে জুলাই বিকেল ৪:৩০টে থেকে স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন। আর জানিয়ে রাখি নির্ধারিত দিনে – Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 ফোল্ডেবল হ্যান্ডসেট দুটি ছাড়াও, Samsung Galaxy Tab 9 সিরিজ, Galaxy Buds 3, Galaxy Watch 6 সিরিজ এবং Galaxy SmartTag 2 লঞ্চ হতে চলেছে। যদিও, এদেশের জন্য শুধুমাত্র ফোল্ডেবল ডিভাইস এবং স্মার্ট ওয়াচ মডেলের জন্যই আগাম বুকিংয়ের কার্যক্রম লাইভ করা হয়েছে।

এক্ষেত্রে স্যামসাংয়ের প্রি-রিজার্ভ পেজে উল্লেখিত বিবরণ অনুসারে, উপরে উল্লেখিত ডিভাইসগুলিকে আগাম বুক করার জন্য ক্রেতাদের ১,৯৯৯ টাকা প্রদান করতে হবে। পরিবর্তে, ৫,০০০ টাকা পর্যন্ত ভাউচার এবং বিশেষ এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে প্রোডাক্টগুলি কেনার সময়ে।

Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাংয়ের আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেটগুলি পূর্বসূরীদের তুলনায় একাধিক ফিচারগত আপগ্রেডেশনের সাথে আসবে বলে দাবি করা হচ্ছে। যেমন Samsung Galaxy Z Fold 5 ফোনটি ৭.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে এবং ৬.২-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড এক্সটার্নাল বা সেকেন্ডারি ডিসপ্লে অফার করতে পারে। উভয় ডিসপ্লেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। বিপরীতে, Samsung Galaxy Z Flip 5 মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। আবার এতে তুলনায় ছোট অর্থাৎ ৩.২-ইঞ্চির কভার ডিসপ্লেও দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

গ্যালাক্সি জেড-সিরিজের উভয় ডিভাইসেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনগুলি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে। তবে ‘ফোল্ড’ মডেলে ১ টেরাবাইট স্টোরেজ মিললেও, ‘ফ্লিপ’ মডেলটি মাত্র ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে বলে দাবি করেছেন বহু টেক বিশ্লেষক। আর এই দুটি ভাঁজযোগ্য হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিন দ্বারা চালিত হতে পারে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy Z Fold 5 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার হতে পারে। তদুপরি, Samsung Galaxy Z Flip 5 মডেলেটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যুক্তি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে হয়তো। আর ‘ফ্লিপ’ হ্যান্ডসেটের ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে।

এছাড়া পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং ফ্লিপ ৫ জল এবং ধুলো প্রতিরোধের জন্য IPX8 রেটিং সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য ‘ফ্লিপ’ হ্যান্ডসেটে সম্ভবত ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আর চীনের CCC বা 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, উভয় ফোল্ডেবল স্মার্টফোন ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।