Whatsapp: এবার দশটি ডিভাইস থেকে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফ্রীতে নয় কিন্তু

একথা নিঃসন্দেহে বলা যায় যে, WhatsApp (হোয়াটসঅ্যাপ) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ। যদি গ্লোবাল মার্কেটের পরিসংখ্যানকে পেছনে ফেলাও হয়, তাহলে শুধু ভারতেই WhatsApp ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটিরও বেশি। আর এই অ্যাপটির লোকপ্রিয়তা বাড়াতে সংস্থাটিও প্রায়শই নিত্যনতুন ফিচার নিয়ে আসে। যেমন গত কয়েক মাসে, WhatsApp মাল্টি-ডিভাইস সাপোর্ট সহ একাধিক কার্যকর ফিচার রোলআউট করেছে। তবে সম্প্রতি পাওয়া খবর বলছে, এবার মাল্টি ডিভাইস ফিচার সার্ভিসকে পেইড করতে চলেছে সংস্থাটি, অর্থাৎ এর জন্য আগামী দিনে গ্রাহকদের টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Meta (মেটা) মালিকানাধীন অ্যাপটির অন্যতম প্রতিদ্বন্দ্বী Telegram (টেলিগ্রাম)-এ মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচারটি বিনামূল্যে উপলব্ধ।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WaBetaInfo-র একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তাদের বিজনেস অ্যাপের জন্য একটি পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করবে। পেইড সার্ভিসের সুবাদে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ব্যবহারকারীরা একইসাথে ১০টি ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এর ফলে ইউজারদের (বিশেষত ছোটো ব্যবসায়ীদের) অনলাইনে ব্যবসা পরিচালনা করার কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে। যদিও এই মুহূর্তে এই সাবস্ক্রিপশনের জন্য ইউজারদের কত টাকা খসাতে হবে, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

WhatsApp-এর মাল্টি-ডিভাইস ফিচার কী?

সোজা ভাষায় মাল্টি-ডিভাইস সাপোর্ট মানে একাধিক ডিভাইসের সাপোর্ট। বিটা প্ল্যাটফর্মে মাল্টি-ডিভাইস ফিচার এনে সাফল্য পাওয়ার পর সপ্তাহখানেক আগে সমস্ত সাধারণ ইউজারদের জন্য এই ফিচারের স্টেবল ভার্সন রোলআউট করা শুরু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এতদিন পর্যন্ত সাধারণ হোয়াটসঅ্যাপ ইউজাররা একটি অ্যাকাউন্ট কেবল একটিমাত্র ডিভাইস থেকে ব্যবহার করতে পারতেন। তবে এবার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি আলাদা আলাদা ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, চারটি ডিভাইস থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও দুটি ফোন থেকে কিন্তু একই অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাবে না। অর্থাৎ, কেবলমাত্র একটি ফোন থেকেই হোয়াটসঅ্যাপের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টকে অ্যাক্সেস করা যাবে এবং অন্য ডিভাইসগুলির ক্ষেত্রে অপারেটিং সিস্টেম নির্বিশেষে আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, কিংবা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন ইউজাররা। সেক্ষেত্রে সাধারণ ইউজারদের জন্য ফিচারটি বিনামূল্যে উপলব্ধ হলেও সাম্প্রতিক এই খবরটি কিন্তু বিজনেস ইউজারদের একটি বড়োরকম ধাক্কা দিতে চলেছে। এদিকে হোয়াটসঅ্যাপের এই ঘোষণায় বিজনেস অ্যাপ ইউজারদের কীরকম প্রতিক্রিয়া হবে, এখন সেটাই দেখার!