দামে চমক, প্রায় 10,000 টাকা সস্তায় ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge 40 Neo

গতকালই Motorola Edge 40 Neo ইউরোপে লঞ্চ করেছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোনে হাই রিফ্রেশ রেট যুক্ত ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং MediaTek Dimensity 7030 প্রসেসর রয়েছে৷ জানিয়ে রাখি, আগামী ২১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এটি৷ তার আগেই অবশ্য ভারতের বাজারে Motorola Edge 40 Neo-এর দাম কত হতে পারে, সে বিষয়ে তথ্য ফাঁস হয়েছে। চলুন জেনে নেওয়া যাক দেশে কত দামে কিনতে পারবেন এই নতুন মোটো ফোনটি।

ভারতে Motorola Edge 40 Neo-এর দাম ফাঁস

মুকুল শর্মা এক্স (সাবেক টুইটারে)-এর এক পোস্টে দাবি করেছেন যে, মোটোরোলা এজ ৪০ নিও-এর দাম ভারতে ২৫,০০০ টাকার কম হবে৷ প্রসঙ্গত, ইউরোপীয় মার্কেটে ফোনটির দাম রাখা হয়েছে ৩৯৯ ইউরো (প্রায় ৩৫,৫৩০ টাকা)। সেই তুলনায়, এ দেশে এজ ৪০ নিও-এর মূল্য বেশ কম।

Motorola Edge 40 Neo-এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৪০ নিও হল একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যা ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫৫ ইঞ্চির কার্ভড ফুলএইচডি+ পি-ওলেড (POLED) ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসরে চলে এবং ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশন অফার করে৷ এজ ৪০ নিও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 40 Neo-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। আর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Edge 40 Neo-তে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

এছাড়াও, Motorola Edge 40 Neo জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, এনহ্যান্সড অডিও এক্সপেরিয়েন্সের জন্য ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার এবং উন্নত সংযোগের জন্য ১৫টি ব্যান্ড জুড়ে ৫জি স্ট্যান্ডঅ্যালোন/নন-স্ট্যান্ডঅ্যালোন সাপোর্ট, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ই (৮০২.১১ এএক্স), ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) অফার করে।